shono
Advertisement

বাড়িতে থাকা যাবে না, বৃদ্ধাকে বেধড়ক মারধর ছেলে-বউমার

গুণধর দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post বাড়িতে থাকা যাবে না, বৃদ্ধাকে বেধড়ক মারধর ছেলে-বউমার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:25 PM Nov 01, 2018Updated: 05:25 PM Nov 01, 2018

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  বৃদ্ধা মাকে দেখে না ছেলে। তাই সম্পত্তি লিখে দিতে চাননি তিনি। এই অপরাধে পাড়ার মাতব্বরদের সামনেই ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করল ছেলে ও বউমা। দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে  উত্তর ২৪ পরগনার বাগদায়। 

Advertisement

বাগদা শহরের সিন্দ্রানী এলাকায় থাকেন বেরা মণ্ডল। বছর দুয়েক আগে তাঁর স্বামী প্রয়াত হন।  ছেলে অশোক ও বউমা রীতার সঙ্গে থাকেন বেরাদেবী।  স্বামী সরকারি চাকরি করতেন।  পেনশন পান ওই বৃদ্ধা।  বেরা মণ্ডলের অভিযোগ, স্বা্মীর মৃত্যুর পর তাঁর উপর অত্যাচার শুরু করে ছেলে অশোক ও বউমা রীতা মণ্ডল। মারধর থেকে শুরু করে খেতে না দেওয়া। কিছুই বাদ যায়নি। তবুও ছেলের সংসারে থাকতে স্বামীর পেনশনের সব টাকাই বউমাকে দিয়ে দিতেন রেবাদেবী।  কিন্তু তাতেও রেহাই মেলেনি।  অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, একসময়ে  তিনি অসুস্থ হয়ে পড়েন রেবাদেবী। দায় এড়াতে মা-কে হাসপাতালে রেখে চলে যায় ছেলে। সুস্থ হলে মেয়েরা তাঁকে নিয়ে যান। নিজের বাড়িতে ফিরতে মন চাইলেও ছেলে-বউমার কথা ভেবে সাহস হয়নি। তবে কিছুদিন যেতেই বাড়িতে ফেরার জন্য আকুল হয়ে ওঠেন রেবাদেবী। বুধবার মেয়ে ও প্রতিবেশীদের সিদ্ধান্তে বাড়িতে ফিরে আসেন। খবর পেয়েই সালিশি ডাকে ছেলে। এরপর বাড়ির উঠোনেই মাতব্বরদের সামনে মাকে অশোক বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরাই কোনও মতে বৃদ্ধাকে সরিয়ে আনেন। এরপর রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রেবাদেবী। বৃহস্পতিবার সকালে ছেলে বউমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও জেরায় মাকে মারধরের কথা অস্বীকার করেছে অভিযুক্ত ছেলে।

[গাড়ি চেকিংয়ের সময় দুর্ঘটনা, আহতকে রাস্তায় ফেলে পালাল পুলিশ]

The post বাড়িতে থাকা যাবে না, বৃদ্ধাকে বেধড়ক মারধর ছেলে-বউমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement