shono
Advertisement

বধূ নির্যাতনে অভিযুক্ত সিভিক ভলানটিয়ার, থানার সামনে ধরনা অন্তঃস্বত্বা স্ত্রীর

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। The post বধূ নির্যাতনে অভিযুক্ত সিভিক ভলানটিয়ার, থানার সামনে ধরনা অন্তঃস্বত্বা স্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:48 PM May 24, 2018Updated: 08:03 PM May 24, 2018

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর:  টাকা ও জমির ব্যবস্থা করতে না পারায় বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামী। হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের। অভিযুক্ত পেশায় সিভিক ভলানটিয়ার। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধরনায় বসেছেন তাঁর অন্তঃস্বত্বা স্ত্রী।

Advertisement

[অভাবের তাড়নায় ৩ মাসের শিশুসন্তানকে বিক্রি মহিলার, তোলপাড় কোচবিহারে]

হিলির ধলপাড়া পঞ্চায়েতের গড়না এলাকার বাসিন্দা বছরের ছাব্বিশের তরুণী বাপি বর্মণ চৌধুরী। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। স্কুলে আসা-যাওয়ার পথে সম্রাট চৌধুরী নামে এক যুবকের সঙ্গে আলাপ হয়। সেই আলাপই বদলে যায় প্রেমে। কিন্তু, তাঁদের সম্পর্ক মেনে নেয়নি দুটি পরিবার। ২০১৫ সালে বাড়ির অমতে রেজিস্ট্রি করে বিয়ে করেন সম্রাট ও বাপি। কিছুদিন বাইরে থাকার পর, হিলিতে ফেরেন ওই দম্পতি। থাকতে শুরু করেন ভাড়াবাড়িতে। সম্রাট চৌধুরী পেশায় হিলির থানার সিভিক ভলানটিয়ার। স্ত্রী বাপি বর্মন চৌধুরীর অভিযোগ, তাঁর কাছে জমি ও নগদ ৫ লক্ষ টাকা চেয়েছেন স্বামী। দিতে না পারায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সম্রাট। বিবাহবিচ্ছেদের হুমকি দিচ্ছেন তিনি। এখন এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন ওই তরুণী। সিভিক ভলানটিয়ারের স্ত্রীর দাবি, ৮ মে হিলি থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। বৃহস্পতিবার সকালে হিলি থানার সামনে প্ল্যাকার্ড হাতে ধরনায় বসে পড়েন বাপি বর্মণ চৌধুরী। বছর ছাব্বিশের ওই তরুণী আবার অন্তঃস্বত্বা। ওই গৃহবধূর দাবি, স্ত্রীর পরিচয়ে তাঁকে বাড়িতে থাকতে হবে হিলি থানার সিভিক ভলানটিয়ার সম্রাট চৌধুরীকে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হিলি থানার পুলিশ।

ছবি: রতন দে

[বেড়াতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে অপহরণ, আপত্তিকর ছবি ছড়াল ‘প্রেমিক’]

The post বধূ নির্যাতনে অভিযুক্ত সিভিক ভলানটিয়ার, থানার সামনে ধরনা অন্তঃস্বত্বা স্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement