শাহজাদ হোসেন, ফরাক্কা: আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! চলন্ত নাগরদোলায় চুল আটকে মর্মান্তিক মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালিকার নাম আসনির খাতুন। বয়স ১২ বছর। বাড়ি শামসেরগঞ্জের ধুলিয়ান পুর এলাকার লালপুরে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বালিকা বন্ধুদের সঙ্গে এলাকার মেলায় ঘুরতে যায়। মেলায় আসা নাগরদোলায় ওঠে আসনির। সেই সময় ভুলবশত তার চুল আটকে যায় দোলায়। দোলা থেকে নিচে পড়ে যায় বালিকা। ঘটনাস্থলেই অচেতন হয়ে যায় ছাত্রী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তার। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি ও যথাযথ তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনায় আসনিরের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া এলাকায়। পাশাপাশি মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
