shono
Advertisement

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ, ভাঙচুর তালদির মোহনচাঁদ হাই স্কুলে

গ্রেপ্তার তিন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল ছুটির ঘোষণা৷ The post ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ, ভাঙচুর তালদির মোহনচাঁদ হাই স্কুলে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Sep 01, 2018Updated: 04:27 PM Sep 01, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র-সংঘর্ষে উত্তাল ক্যানিং মহকুমার তালদি মোহনচাঁদ হাইস্কুলে৷ শনিবার সকালে বহিরাগতদের এনে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে একদল ছাত্রের বিরুদ্ধে৷ স্কুলের আসবাবপত্র থেকে শুরু করে অফিস ঘরেও ভাঙচুর চালায় উত্তেজিত পড়ুয়ারা৷ চেয়ার-টেবিল-আলো-পাখা তছনছ করে দেওয়া হয়৷ পরে, উন্মত্ত পড়ুয়াদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী৷ অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷

Advertisement

[অভাবের তাড়ণায় ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে মরণঝাঁপ যুবকের]

এদিন ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে জখম বেশ কয়েকজন শিক্ষক৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই খবর দেওয়া হয় পুলিশকে৷ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ এই ঘটনায় কয়েকজন বহিরাগতকে আটকও করে ক্যানিং থানার পুলিশ৷ পরে স্কুল ছুটির ঘোষণা করে সংঘর্ষে লাগাম টানার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ৷

[মাদকের হোম ডেলিভারি! প্রতিবাদ করে বেধড়ক মার খেলেন যুবক]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়৷ খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে দুই দলের পড়ুয়ারা৷ অভিযোগ, স্কুল ছুটির পর দ্বাদশ শ্রেণির ছাত্রদের উপর একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে এসে চড়াও হয়৷ তাদের মারধর করা হয়৷ বিষয়ে শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় নস্কর বিষয়টি মিটিয়ে দিলেও শনিবার ফের বাধে গন্ডগোল৷ শনিবার সকালে স্কুল শুরুর আগেই আক্রান্ত ছাত্ররা বহিরাগতদের নিয়ে হাজির হয়৷ স্কুলের বেশ কয়েকজন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার দাবি জানিয়ে আচমকাই উত্তেজিত হয়ে একদল ছাত্র স্কুলের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে৷ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনায় আতঙ্কিত হয়ে স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীরা স্কুল থেকে পালিয়ে যায়৷ এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷

ছবি: বিশ্বজিৎ নস্কর

The post ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ, ভাঙচুর তালদির মোহনচাঁদ হাই স্কুলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement