রাজা দাস, বালুরঘাট: রামসেবায় দরাজহস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। সুন্দরবনের মধুর পর এবার বাংলা থেকে গেল চিনি আতপ চাল। দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদারের নিবেদন গোবিন্দভোগ চাল। মোট ১ হাজার ১ কেজি চাল বালুরঘাট থেকে রামনগরীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
রবিবার সকালে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের পরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অযোধ্যার উদ্দেশ্যে চিনি আতপ চাল পাঠানো হয়। বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।"
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
রামমন্দির উদ্বোধনের আগে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা নগরীতে পৌঁছেছে উপহার। বাংলা থেকে গিয়েছে সুন্দরবন থেকে পাঠানো হয়েছে মধু। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মধু নিবেদন করেছেন। পূর্ব মেদিনীপুরের উপহার ফুল। রামমন্দির সাজানোর জন্য দিল্লির ব্যবসায়ীরা এজেন্ট মারফৎ চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল পূর্ব মেদিনীপুর থেকে কিনেছেন বলেই জানা গিয়েছে। গ্ল্যাডিওলাস ফুলও পাঠানো হয়েছে। রামমন্দিরে উদ্দেশ্যে ফুল পাঠিয়ে অত্যন্ত খুশি ফুলচাষিরা।