shono
Advertisement
BJP

উত্তরে শুভেন্দু, দক্ষিণে দিলীপ! পদ্মশিবিরে ফাটল চওড়া করে একুশে কী করছেন 'ব্রাত্য' ঘোষ?

ছন্নছাড়া বঙ্গ বিজেপির সংকট আরও প্রকট!
Published By: Sucheta SenguptaPosted: 11:14 AM Jul 21, 2025Updated: 11:20 AM Jul 21, 2025

সংবাদ প্রতিদিন ব্যুরো: একুশে জুলাইয়ের মতো হাইভোল্টেজ দিনে প্রচারের আলোয় আসতে মরিয়া বঙ্গ বিজেপি। আর সেই লক্ষ্যে আজকের দিনেই রাজ্যের অপর প্রান্তে, শিলিগুড়িতে 'উত্তরকন্যা চলো' অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় এই অভিযান। অন্যদিকে, একুশে জুলাই নিয়ে জল্পনা আগেই উসকে দিয়েছিলেন বঙ্গ বিজেপির আরেক নেতা দিলীপ ঘোষ। বলেছিলেন, ওই দিন কোনও না কোনও মঞ্চে তাঁকে দেখা যাবে। সোমবার, নির্দিষ্ট দিনে দেখা গেল নিজের গড় খড়গপুরে নিজের মতোই কর্মসূচি পালন করছেন 'ব্রাত্য' দিলীপ। সেইসঙ্গে এদিন যেন বঙ্গের গেরুয়া ব্রিগেডের ফাটল আরও চওড়া হয়ে গেল। বোঝা গেল, বারবার আসরে নেমেও দিলীপ-শুভেন্দুর অন্তর্দ্বন্দ্ব ঘোচাতে ব্যর্থ দিল্লির শীর্ষ নেতৃত্বও।

Advertisement

সরকার বিরোধী কর্মসূচি হিসেবে একুশে জুলাইয়ের মতো দিনেই উত্তরবঙ্গের সরকারি দপ্তর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশি অনুমতি না মিললেও হাই কোর্ট শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমোদন দিয়েছে।

বিজেপির উত্তরকন্যা অভিযানে প্রস্তুত মঞ্চ। নিজস্ব ছবি।

এদিন সকাল থেকেই উত্তরকন্যার সামনে পুলিশি ঘেরাটোপ। তা নিয়ে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে উষ্মাপ্রকাশ করলেন শুভেন্দু। সেইসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরের নাম উল্লেখ করে পুলিশকে আক্রমণও করলেন। উত্তরকন্যা সংলগ্ন পরিবেশ পরিস্থিতি দেখে আঁচ পাওয়া কঠিন নয় যে, বিশৃঙ্খলার আশঙ্কায় বিজেপিকে রুখতে সবরকমভাবে প্রস্তুত পুলিশ।

পুলিশি ঘেরাটোপে উত্তরকন্যা। নিজস্ব ছবি।

এদিকে, সকাল থেকে একেবারে ঘড়ি ধরে দিলীপ ঘোষ ব্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজে। খড়গপুরের নিমপুরা কনকদুর্গা মন্দিরে তিনি পুজো দিতে যান। আগেই বলেছিলেন, একুশে জুলাই তাঁকে কোনও না কোনও মঞ্চে দেখা যাবে। এই জল্পনাও উসকে উঠেছিল যে বিজেপির 'দাবাং' নেতা দিলীপ অন্য দলে যোগ দিতে পারেন। ঘোষণা করতে পারেন নিজের আলাদা দলের নামও। এদিন সকাল থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে সেসব কিছুই নয়, দিলীপ সম্পূর্ণভাবে একক কর্মসূচিই পালন করছেন। দুপুর তিনটে নাগাদ খড়গপুরেই জনসভা করবেন  দিলীপ ঘোষ। আর দু'প্রান্তে দুই নেতার ভিন্ন ভিন্ন ছবিতে আরও স্পষ্ট হয়ে গেল, শমীক ভট্টাচার্যর আমলেও বঙ্গ বিজেপি কিছুতেই একজোট হতে পারছে না। ফাটল যেন আরও চওড়া হল।

খড়গপুরের কনকদুর্গা মন্দিরে পুজো দিলীপের। নিজস্ব ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একুশ জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে পৃথক কর্মসূচিতে ব্যস্ত দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী।
  • উত্তরকন্যা অভিযানে শুভেন্দু, দক্ষিণে খড়গপুরে পুজোয় ব্যস্ত দিলীপ।
  • আরও চওড়া বঙ্গের গেরুয়া ব্রিগেডের ফাটল।
Advertisement