shono
Advertisement
Sweta Khan

সোদপুরের নির্যাতিতাকে 'পুত্রবধূ' বলে দাবি ফুলটুসির, 'বউমাকে মারাই যায়', সাফাই পর্ন সম্রাজ্ঞীর

বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করছে ফুলটুসি, এমনটাই খবর।
Published By: Tiyasha SarkarPosted: 02:00 PM Jun 12, 2025Updated: 02:26 PM Jun 12, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: গ্রেপ্তারির পর পুলিশি জেরায় বিস্ফোরক পর্ন কাণ্ডে ধৃত ফুলটুসি ওরফে শ্বেতা খান। তার দাবি সোদপুরের নির্যাতিতা নাকি সম্পর্কে তার বউমা। তাহলে মারধর কেন? তার স্বপক্ষেও যুক্তি রয়েছে পর্ন সম্রাজ্ঞীর। তার কথায়, "বউমাকে মারাই যায়।" যদিও জেরায় বারবার ধৃত বয়ানবদল করছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

গত শনিবার রাতে সোদপুরের নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রকাশ্যে আসে ফুলটুসি ওরফে শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের কথা। তারপর তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। তাদের মধুচক্র ও নীল ছবি তৈরির বিষয়টা প্রকাশ্যে আসে। এরপরই শুরু হয় শ্বেতা ও আরিয়ানের খোঁজ। বুধবার সকালে গল্ফগ্রিন থেকে গ্রেপ্তার হয় আরিয়ান। রাতে পুলিশের জালে ধরা পড়ে ফুলটুসি। গ্রেপ্তারির পরই ফুলটুসি দাবি করে, সোদপুরের তরুণী নাকি তার পুত্রবধূ অর্থাৎ আরিয়ানের স্ত্রী। তাহলে মারধর কেন? ফুলটুসির জবাব, "বউকে মারাই যায়।"

যদিও ফুলটুসির এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একেকবার একেকরকম কথা বলছে ফুলটুসি। ধৃত পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে দাবি। প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল যে, আরিয়ানের প্রেমের ফাঁদে পা দিয়েই বিপাকে জড়়িয়েছিলেন সোদপুরের তরুণী। ফুলটুসি ওরফে শ্বেতার সঙ্গেও নাকি প্রথম দিকে দারুণ সম্পর্ক ছিল তাঁর। একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। পরবর্তীতে সবটা স্পষ্ট হয় নির্যাতিতার কাছে। তারপরই সমস্যার সূত্রপাত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রেপ্তারির পর পুলিশি জেরায় বিস্ফোরক পর্ন কাণ্ডে ধৃত ফুলটুসি ওরফে শ্বেতা খান। তার দাবি সোদপুরের নির্যাতিতা নাকি সম্পর্কে তার বউমা।
  • তাহলে মারধর কেন? তার স্বপক্ষেও যুক্তি রয়েছে পর্ন সম্রাজ্ঞীর।
  • তার কথায়, "বউমাকে মারাই যায়।" যদিও জেরায় বারবার ধৃত বয়ানবদল করছে বলে পুলিশ সূত্রে খবর।
Advertisement