shono
Advertisement

Breaking News

‘মুনমুনের সঙ্গে ছবি তুলুন, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না’: বাবুল সুপ্রিয়

শেখানো মিথ্যা বুলি আওড়াচ্ছেন মুনমুন, রানিগঞ্জে প্রচারে অভিযোগ বাবুলের। The post ‘মুনমুনের সঙ্গে ছবি তুলুন, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না’: বাবুল সুপ্রিয় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:35 PM Mar 30, 2019Updated: 07:35 PM Mar 30, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল:মুনমুন সেনের সঙ্গে আমার ভাল সম্পর্ক। আমি কাউকে ব্যক্তিগত আক্রমন না করেই বলছি মুনমুন সেন ভাল আর্টিস্ট। আপনারা মুনমুন সেনের সঙ্গে ছবি তুলুন, কিন্তু যে পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছে সেই তৃণমূল কংগ্রেসকে একটাও ভোট দেবেন না”। রানিগঞ্জে গিয়ে একথা বলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। শুক্রবার রাতে রানিগঞ্জে দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে গিয়েছিলেন বাবুল। বুলেট চালিয়ে দলীয় কর্মীদের সঙ্গে তিনি রানিগঞ্জে পৌঁছান। বাবুলকে দেখতে ভিড় জমে যায়। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। সেখানে দাঁড়িয়ে হ্যান্ডমাইক নিয়ে ছোট্ট করে বক্তব্য রাখেন। তখনই বাবুল বলেন, ‘মুনমুন সেন একজন শিক্ষিত মহিলা। তবু তিনি নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে কথা বলছেন না। তাঁকে কিছু নেতা যা শেখাচ্ছে তাই বলছেন। আমি শুনলাম আমাকে টার্গেট করে তিনি কয়েকদিন আগে এই রানিগঞ্জে এসে বলেছিলেন গান গেয়ে উন্নয়ন হয় না। আমি নাকি কোনও উন্নয়নের কাজ করিনি। এবিষয়ে আমার জবাব হল আমি একজন প্রফেশনাল গায়ক। গান গাওয়ার ইচ্ছে সবার মধ্যে থাকে। এমনকি দিদিও মাঝে মধ্যে গান করেন। তাই গানের সঙ্গে উন্নয়নকে অযথা জুড়ে ফেলা উচিত নয়। এটা করা মানে নিজেকে ছোট করা, সংগীতকে অপমান করা। রাজনীতির ময়দানে যখন লড়াই হবে তখন মিথ্যার বিরুদ্ধে সত্যি দিয়ে মোকাবিলা করা হবে। শেখানো মিথ্যা বুলি আওড়ানো উচিত নয়। মুনমুন সেন আমার নিয়ে যা বলেছেন তা মিথ্যা। কিন্তু সত্যিটা হল, মাত্র ১৭ শতাংশ উপস্থিতি রয়েছে বাঁকুড়ার বিদায়ী সাংসদ মুনমুন সেনের। বাঁকুড়ায় যদি তিনি ভাল কাজ করেছেন তাঁকে এবার কেন সেখান থেকে প্রার্থী করা হল কেন। কেন বাঁকুড়ার লোকের সামনে তাঁকে দ্বিতীয়বার হাজির করা হল না। কই আমাকে তো দল অন্য কোথাও প্রার্থী করেনি। কারণ আমি এই আসানসোলের জন্য অনেক কাজ করেছি। ভবিষ্যতেও করতে চাই।’

Advertisement

[আরও পড়ুন: মুনমুনের পোস্টারে মহানায়িকার ছবি, তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বাবুলের]

ওই বক্তব্যের মধ্যে এদিন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকেও একহাত নেন তিনি। রাম নবমীর অনুদান প্রসঙ্গে ফের বলেন, রাম নবমী চিরকাল হয়েছে নিজেদের মধ্যে চাঁদা তুলে। কোনও পলিটিক্যাল পার্টিকে চাঁদা দিতে হয়নি। ফলে ভোট কেনার যে প্রচেষ্টা তিনি করেছেন সেটা মডেল কোড অফ কনডাক্ট চালুর আগেই করতে পারতেন। তাই তাঁর চালাকি ধরা পড়ে গিয়েছে। শনিবার সকালে আসানসোলের ডামরা, কালীপাহাড়ি এলাকায় প্রচার করার কথা ছিল আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র। ডামরা এলাকায় একটি ধর্মরাজ মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা ছিল। মেয়র জিতেন্দ্র তিওয়ারি গড় বলে পরিচিত এই এলাকায় বাবুলের প্রচার নিয়ে উত্তেজনা ছিল। সবার নজরও ছিল। কিন্তু এদিনের প্রচার অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়। বাবুল সুপ্রিয় জানান, শনিবার প্রচারের অনুমতি পাওয়া যায়নি বলেই স্থগিত রাখতে হয়েছে অনুষ্ঠান। আমি ওখানে যাব কয়েকদিনের মধ্যেই।

The post ‘মুনমুনের সঙ্গে ছবি তুলুন, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না’: বাবুল সুপ্রিয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement