shono
Advertisement
Alipurduar

ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার, গাড়ির উপর গাছ ভেঙে মৃত্যু শিক্ষিকার

পরিস্থিতি মোকাবিলার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেছে পুলিশ-প্রশাসন।
Published By: Suhrid DasPosted: 09:10 PM May 10, 2025Updated: 09:11 PM May 10, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: আচমকাই ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি। তার জেরে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের একাধিক এলাকা বিপর্যস্ত। বহু জায়গায় বড় বড় গাছ ও বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। গাড়ির উপর গাছ ভেঙে পড়ে প্রাণ হারালেন এক শিক্ষিকা। মৃতার নাম বনি বোস। ঘটনায় গুরুতর জখম তাঁর স্বামী ও সন্তান হাসপাতালে ভর্তি। পরিস্থিতি মোকাবিলার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেছে পুলিশ-প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, আজ শনিবার আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় আকাশ কালো করে আসে। কিছু সময়ের মধ্যেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়তে দেখা যায়। ঝড়ের মধ্যেই নিজেদের গাড়িতে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা বনি বোস। তিনি আলিপুরদুয়ার সাউথ সার্কেলের শিক্ষিকা ছিলেন তিনি। বাড়ি বেলতলা এলাকায়। কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। ওই গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছের ভারে গাড়িটি উপর থেকে কার্যত দুমড়ে যায়। গাড়ির মধ্যেই মারা যান ওই শিক্ষিকা।

পরে স্থানীয়রা ওই এলাকায় গিয়ে অভিশপ্ত গাড়ি থেকে উদ্ধার করে মৃতার জখম স্বামী ও আড়াই বছরের সন্তানকে। তাঁদের দুজনকেই হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকবিধ্বস্ত প্রতিবেশীরা। এই আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাদারিহাটের একাধিক এলাকা। রাস্তার ওপর ভেঙে পড়ে বৈদ্যুতিন খুঁটি-সহ বহু গাছ। সীমাহীন ভোগান্তির মুখোমুখি পড়তে হয় সাধারণ মানুষকে। পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে পুলিশ-প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকাই ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি। তার জেরে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের একাধিক এলাকা বিপর্যস্ত।
  • বহু জায়গায় বড় বড় গাছ ও বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে।
  • গাড়ির উপর গাছ ভেঙে পড়ে প্রাণ হারালেন এক শিক্ষিকা। মৃতার নাম বনি বোস।
Advertisement