shono
Advertisement

আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে ছেলেকেই গুলি বাবার! দিনহাটায় গুরুতর জখম নাবালক

পরিবারের দাবি, বাজার থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছে কিশোর।
Posted: 06:23 PM Jul 16, 2023Updated: 06:52 PM Jul 16, 2023

বিক্রম রায়, কোচবিহার: ফের গুলি চলল কোচবিহারের (Cooch Behar) দিনহাটায়। তবে রাজনৈতিক সংঘর্ষে নয়, এবার ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ১১ বছরের ছেলে। কেন ছেলেকেই গুলি (Shoot) করলেন বাবা, সে বিষয় সম্পূর্ণ অন্ধকারে সকলে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুল করেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে লেগেছে কিশোরের শরীরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

ঘটনা দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জের আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাহবুব আলম। তাঁর ছেলে মেহেদি আলম। রবিবার আচমকাই বাড়ির মধ্যে ছেলেকে গুলি করে। পিছন ফিরে দাঁড়িয়েছিল ১১ বছরের মেহেদি। তার শরীরে গুলিটি লাগে। মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি উদ্ধার করে মেহেদিকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে।  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে সেচমন্ত্রীর নেতৃত্বে যাচ্ছে বিশেষ দল, জানালেন মুখ্যমন্ত্রী]

ঘটনায় অভিযুক্ত বাবার কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও পরিবার মানতে নারাজ যে বাবাই গুলি করেছে। তাঁদের দাবি, ছেলে বাজার থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা এমন করেছে, জানেন না তাঁরা।  কিন্তু গ্রামবাসীদের দাবি, বাবার হাতের আগ্নেয়াস্ত্র থেকেই ছেলে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

[আরও পড়ুন: পার্বতী বাউলের আঁকা প্রতিমার আদলে প্রাণ পাবে দুর্গা, বিশেষ চমক কলকাতার এই পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement