নিরুফা খাতুন: 'উষ্ণতম' পৌষ সংক্রান্তি! কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ চড়ল ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপর। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছুঁয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আশপাশের জেলাগুলিতে সামান্য কম। পৌষের শেষ দিনে হাড়কাঁপানো ঠান্ডার বদলে সঙ্গী শুধু হিমেল হাওয়া। আবহবিদরা বলছেন, গত ১২ বছরে এটাই নাকি সবচেয়ে উষ্ণ মকর সংক্রান্তি। মাঘের শুরুতেও যে স্বমেজাজে শীত ফিরবে, তারও কোনও গ্যারান্টি নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন পারদ তেমন ওঠানামা করবে না। ফলে তাপমাত্রা খুব একটা বদলের সম্ভাবনা নেই। এদিকে, মঙ্গলবার সকাল ৬.৫৮ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগরের পুণ্যস্নান। চলবে বুধবার সকাল পর্যন্ত। শীতের কামড় খানিকটা কম থাকায় কিছুটা সুবিধায় পুণ্যার্থীরা।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। কলকাতায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে মূলত পরিষ্কার আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন স্বাভাবিকের উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে ধাক্কা খাচ্ছে উত্তুরে হাওয়ার অবাধ গতিপথ। এছাড়া জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। জোড়া বাধায় শীতের ব্যাটিং বাধাপ্রাপ্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। উত্তরবঙ্গে অবশ্য ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে।