shono
Advertisement

ইসলামপুরে মৃত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা অমিত শাহর

মানবাধিকার কমিশনের আশ্বাসে কবর থেকে দেহ তোলার ভাবনা পরিবারের। The post ইসলামপুরে মৃত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা অমিত শাহর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:41 PM Sep 30, 2018Updated: 09:48 PM Sep 30, 2018

শঙ্কর রায়, রায়গঞ্জ: ইসলামপুর কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের নালিশ জানাল বিজেপি৷ মুকুল রায়ের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় কমিশনে যান ইসলামপুরের দাড়িভিটে মৃত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণের পরিবার৷ এদিন মানবাধিকার কমিশনের আশ্বাস পেয়ে মৃত দুই ছাত্রের দেহ কবর থেকে তোলা হবে বলে সংবাদমাধ্যমে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলুওয়ালিয়া৷ বিষয়টি খতিয়ে দেখতে আগামী বুধবার কমিশনের বিশেষ প্রতিনিধি ইসলামপুর যাবে বলেও জানান দার্জিলিংয়ের সাংসদ৷ দাড়িভিটের গলঞ্চা নদীর চরে পোঁতা দুই ছাত্রে দেহ তুলে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হবে বলেও জানিয়েছেন অলুওয়ালিয়া৷ গোটা বিষয়টি রাজ্যকে জানিয়ে খুব শীঘ্রই কমিশন রাজ্যকে চিঠি করবে বলেও বিজেপি সূত্রে জানানো হয়েছে৷

Advertisement

[কেঁচো খুঁড়তে কেউটে! হাইটেক টুকলিকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের কর্মী]

রবিবার, নির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি৷ কমিশনে সমস্ত অভাব-অভিযোগ জানানোর পর অমিত শাহের সঙ্গে দেখা করেন মৃতের পরিবার৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলুওয়ালিয়া ও বিজেপি নেতা মুকুল রায়৷ বিজেপি সভাপতির সঙ্গে দেখা করে ছাত্রমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানানো হয়৷ এদিন মৃত দুই ছাত্রের পরিবারের সঙ্গে মিনিট পাঁচেক কথা বলেন বিজেপি সভাপতি৷ তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন৷ একই সঙ্গে ইসলামপুরকাণ্ডকে ঢাল করে বাংলায় রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন অমিত শাহ৷

[গ্রামে নেই শৌচাগার, প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হয় দেড় কিলোমিটার]

বিজেপি সূত্রে খবর, সোমবার ইসলামপুরে মৃত দুই ছাত্রের পরিবারের সদ্যদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলুওয়ালিয়া ও বিজেপি নেতা মুকুল রায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন৷ রাষ্ট্রপতি ভবনে তাঁদের ডেপুটেশন জমা দেওয়ারও কর্মসূচি রয়েছে৷ এদিন রাষ্ট্রপতির কাছে সিবিআই তদন্তের দাবি জানানো হবে বলে বিজেপি সূত্রে খবর৷

[মাসতুতো দাদার সঙ্গে পরকীয়া, স্বামীকে খুন করে শ্রীঘরে স্ত্রী]

গত, ২২ সেপ্টেম্বর ইসলামপুর কাণ্ডে প্রশাসনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দুই ছাত্রের দেহ দাহ না করে নদীর চড়ে পুঁতে দেন দাড়িভিট গ্রামের বাসিন্দারা৷ তাঁদের দাবি, ঘটনার সিবিআই তদন্ত চাই এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে৷ যতক্ষণ না সম্পূর্ণ ঘটনার যথাযথ তদন্ত হবে ততক্ষণ গলঞ্চা নদীর চরেই পোঁতা থাকবে মৃত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের দেহ৷ এদিন মানবাধিকার কমিশনের আশ্বাস পেয়ে দেহ তোলা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ অন্যদিকে,  দাড়িভিটে হাইস্কুল খুলতে সোমবারই অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসছে স্থানীয় প্রশাসন৷ এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ও স্কুলে পঠন-পাঠন চালু করতে প্রশাসনের তরফে চলছে প্রচার৷

The post ইসলামপুরে মৃত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা অমিত শাহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement