shono
Advertisement

ডিম চোর কে? মুরগির ঘরে খুঁজতে গিয়ে তাজ্জব এলাকাবাসী

রোজ মুরগির ঘরে ঢুকে ডিম চুরি করে গোখরো! The post ডিম চোর কে? মুরগির ঘরে খুঁজতে গিয়ে তাজ্জব এলাকাবাসী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM May 15, 2019Updated: 06:24 PM May 15, 2019

অরূপ বসাক, মালবাজার: প্রতিদিন মুরগির ঘর থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম। তাতে ক্ষিপ্ত হলেও কোনও কূলকিনারা পাচ্ছিলেন না বাড়ির মালিক রতন বিশ্বকর্মা। দিন কয়েক ধরে মালবাজার মহকুমার মানাবাড়ি এলাকার ঘটনায় তাজ্জব সকলে৷ শেষে বিস্তর খোঁজখবর করে রহস্য মোচন হল৷

Advertisement

জানা গেছে, মানাবাড়ি এলাকার রতন বিশ্বকর্মার বাড়ির পাশেই ছিল মুরগির ঘর। সেখানকার বাসিন্দা, মুরগির ঘরে ৫-৬টি মুরগি এবং হাঁস রাখতেন। কিছুদিন যাবৎ তিনি দেখেন, মুরগির ঘর থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম। তাঁর ধারণা ছিল, চোরের দল মুরগির ডিম চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই জন্য তিনি রাতে পাহারাও দিতেন। কিন্তু পাহারা দিয়েও কোন লাভ হয়নি৷ কারণ, চোরের দেখা পাননি তিনি।

[আরও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ যুবক, পরেরদিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য]

তবে মঙ্গলবার হাতেনাতে ধরা পরল চোর। তবে কোনও মানুষ নয়, একটি কালো রংয়ের বড় গোখরো সাপ। প্রতিদিন ডিম খেয়ে পালিয়ে গেলেও এদিন আর রক্ষা পায়নি সরীসৃপটি৷ কারণ, ভোরবেলায় সাপটি ডিম খাওয়ার পাশাপাশি একটি মুরগিও মেরে ফেলে। আর সেই মুরগি খেতে গিয়েই বিপত্তি। সকালবেলায় বাড়ির মালিক যখন মুরগির ঘর থেকে ডিম আনতে যান, তখন দেখেন, মুরগির ওপর ফণা তুলে ফোঁসফোঁস করছে সাপটি।

[আরও পড়ুন: নামী ব্র্যান্ডের মোড়কে নকল চাল বিক্রি, রায়নায় পুলিশের জালে অবৈধ চক্র]

এরপর বাড়ির মালিক এলাকার পরিবেশপ্রেমী ন্যাসের সদস্যদের খবর দেন। ন্যাসের সদস্য নফসর আলি বনদপ্তরকে খবর দিলে, মালবাজার বনকর্মীরা এসে খাঁচাবন্দি করে নিয়ে যায় সাপটিকে। জানা গেছে, সাপটিকে চাপড়ামাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বহুদিন অপেক্ষার পর অবশেষে চোর ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাড়ির মালিক। সাপও যে এমন ডিমপ্রেমী, ধারণাই ছিল না কারও৷ এমন ঘটনায় তাজ্জব সকলে৷ বলছেন, নতুন অভিজ্ঞতা হল৷ আর বাড়ির মালিক রতন বিশ্বকর্মা সাপের আতঙ্ক তাঁর কাটেনি মোটেই৷

The post ডিম চোর কে? মুরগির ঘরে খুঁজতে গিয়ে তাজ্জব এলাকাবাসী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement