সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: সারা পশ্চিমবঙ্গই এখন স্পর্শকাতর। তাই রাজ্যের সমস্ত বুথকে উত্তেজনা প্রবণ ঘোষণা করে কড়া ব্যবস্থার মধ্যে দিয়ে লোকসভা নির্বাচন করা হোক বলে দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে এখন সন্ত্রাসের পরিবেশ চলছে। নারী জাতির সম্মান ভূলুন্ঠিত হচ্ছে। তাই রাজ্যে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য তাঁরা দাবি জানাচ্ছেন। দিলীপ ঘোষ শনিবার উলুবেড়িয়ার মনসাতলায় সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এই উক্তি করেন।
বিজেপির শক্তি কেন্দ্র সম্মেলন উপলক্ষে তিনি এক কর্মিসভায় যোগ দেন এদিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া (গ্রামীণ) জেলা সভাপতি অনুপম মল্লিক। দিলীপবাবু সাংবাদিকদের জানান, আগের নির্বাচনগুলিতে এরাজ্যে ভোট লুট হয়েছে। সারা রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়া মহকুমার বাগনান, উদয়নারায়ণপুর, আমতায় কী ধরনের ভয়ঙ্কর হিংসা হয়েছে তা সকলেই জানেন। এইসব জায়গায় বিরোধীদের ভোট করতেই দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করে এসেছে। এর বাইরে তারা আর কিছু করতে পারে না। আর এটা করতে করতেই তৃণমূল ধ্বংস হবে বলে দিলীপবাবু দাবি করেন।
[দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামা সবাই চৌকিদার: নরেন্দ্র মোদি]
তিনি বলেন ২০১৯ সালের পর টিএমসি পার্টিটা আদৌ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনও নীতি নেই, আদর্শ নেই। ওরা আগে পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে লোক ধরে আনত আর এখন পুলিশের কেস দেওয়ার ভয় দেখিয়ে ওরা মানুষকে আটকে রাখার চেষ্টা করছে। তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। তারমধ্যে ২৩টি আসনে জয়লাভ করবেন। বাকিগুলিতেও তাঁরা জেতার জন্য ঝাঁপাবেন।
[ক্রাইস্টচার্চের আক্রান্ত মুসলিমদের পাশে দাঁড়াল শিখ সম্প্রদায়]
শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ-
The post গোটা পশ্চিমবঙ্গই এখন স্পর্শকাতর, সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফেরানোর দাবি দিলীপের appeared first on Sangbad Pratidin.
