সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমান শহরের ট্রেজারির ভল্ট থেকে চুরি হয়ে গেল প্রায় ৫৫ লক্ষ টাকা। বর্ধমান মুখ্য ডাকঘরের ওই ভল্টে ১ কোটি ১ লক্ষ টাকা ছিল। নবমীর সকালে সেই টাকা নিতে এসে ডাকঘরের কর্মীরা দেখেন, ভল্টের হুকটি ভাঙা। এরপরই চুরির বিষয়টি জানাজানি হয়। পুজোর জন্য এখন ট্রেজারি বন্ধ। রাতে শুধুমাত্র চারজন নিরাপত্তারক্ষী থাকেন। প্রাথমিকভাবে নিরাপত্তারক্ষীরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[নবমীর সকাল থেকেই মুখ ভার আকাশের, সন্ধ্যায় ভারী বৃষ্টির আশঙ্কা]
বর্ধমান শহরের ট্রেজারিতে একটি ভল্ট ভাড়া নেওয়া আছে বর্ধমান মুখ্য ডাকঘরের। জানা গিয়েছে, ডাকঘরের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের ১ কোটি ১ লক্ষ ১৩ হাজার টাকা ছিল ভল্টে। পুজোর জন্য শনিবার পর্যন্ত ট্রেজারি বন্ধ। রবিবার সাপ্তাহিক ছুটি। সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ছুটি। তাই অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা তোলার জন্য নবমীর সকালেই ট্রেজারিতে গিয়েছিলেন বর্ধমান মুখ্য ডাকঘরের কর্মীরা। কিন্তু, তাঁরা দেখেন, ট্রেজারির ভল্টের হুকটি ভাঙা। এরপরই তড়িঘড়ি ভল্টটি খোলা হয়। ডাকঘরের কর্মীদের দাবি, ভল্ট থেকে আনুমানিক ৫৫ লক্ষ টাকা খোয়া গিয়েছে।
[উৎসবের ভিতর অন্ধকার, চা বাগানে ভয়াবহ আগুনে মাথায় হাত শ্রমিকদের]
ঘটনার খবর পেয়ে ট্রেজারিতে যান পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল পুলিশ সুপার (সদর)-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, রাতে ট্রেজারিতে চারজন নিরাপত্তারক্ষী থাকেন। তবে বৃহস্পতিবার রাতে তিনজন নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
[পুজোয় পর্যটক টানতে শিলিগুড়িতে চালু হল হাতি সাফারি]
The post বর্ধমানে ট্রেজারির ভল্ট থেকে চুরি গেল প্রায় ৫৫ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.
