shono
Advertisement

ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা

এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ The post ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:37 AM Apr 23, 2019Updated: 07:17 PM Apr 23, 2019

শংকর রায়, রায়গঞ্জ: বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হল বিজেপির তিন সমর্থক৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভার চাকলার একটি আমবাগানে৷ বিস্ফোরণের তীব্রতায় একজনের হাত উড়ে গিয়েছে৷ একজনের আঙুল উড়ে গিয়েছে৷ আরও গুরুতর জখম আরও এক৷ তিন জনকেই ভরতি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ সঙ্গে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷ এলাকা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ]

জানা গিয়েছে, জখম ব্যক্তিদের নাম লালন চৌধুরি, লাল্টু চৌধুরি ও সমর চৌধুরি৷ লালন ও লাল্টু সম্পর্কে কাকা-ভাইপো৷ এরা সকলেই স্থানীয় বিজেপির সমর্থক৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে এলাকার আমবাগানে বোমা বাঁধছিল এরা৷ তখনই বিস্ফোরণ হয়৷ এবং তাতেই গুরুতর জখম হয় তিনজন৷ বোমার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখতে পান, তিনজন মাটিতে পড়ে কাতড়াচ্ছে৷ সঙ্গে সঙ্গে ইটাহার থানায় খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ২২ নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়৷ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷

[আরও পড়ুন: লোকসভা ভোট Live: ডোমকলে বোমাবাজি-হরিহরপাড়ায় গুলি, ভোটে ফের অশান্ত মুর্শিদাবাদ ]

কমিশন সূত্রে খবর, ওই বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা না থাকলেও, ভোটারদের ভয় দূর করতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই আবার ভোটগ্রহণ শুরু হয়েছে৷ এই ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল৷ ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য অভিযোগ করেছেন, ‘‘এবার মানুষই দেখতে পাচ্ছে আসলে কারা বোমা তৈরি করে৷ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে৷ ভোট বাক্সে এর জবাব দেবে সাধারণ মানুষ৷’’ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ইটাহারে শান্তিতে ভোটগ্রহণ হচ্ছে বলেই খবর৷ কিছু কিছু এলাকায় বুথে জ্যামের অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে৷ 

The post ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement