shono
Advertisement
Barrackpore

'বন্ধু'দের হাতেই গুলিবিদ্ধ যুবক! বারাকপুর শুটআউটে ৩ জনকে গ্রেপ্তার করে দাবি পুলিশের

বুধবার গভীর রাতেই সোদপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে বিস্তারিত জানতে তৎপর পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 03:27 PM Jan 23, 2025Updated: 04:34 PM Jan 23, 2025

অর্ণব দাস, বারাকপুর: দিনেদুপুরে জমজমাট রাস্তায় শুটআউট কাণ্ডে গ্রেপ্তার তিন দুষ্কৃতী। তাদের জালে এনে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনজনের সঙ্গেই গুলিবিদ্ধ যুবকের বন্ধুত্ব ছিল। তিন, চারদিন আগে কোনও একটি কারণে ঝামেলা হয় তাঁদের মধ্যে। এরপর বুধবার বিকেলে পাইপরোডে শুটআউটের ঘটনা। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারির খবর নিশ্চিত করলেন বারাকপুর কমিশনারেটের ডিসি, সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা।

Advertisement

বুধবার বিকেলে বারাকপুর চিড়িয়ামোড় এলাকা সংলগ্ন পাইপরোডের এক পরিত্যক্ত জমিতে আচমকাই শুটআউট হয়। বাইক নিয়ে দুষ্কৃতীরা এসে মহম্মদ ইমদাদ নামে এক যুবককে গুলি করে চম্পট দিয়েছিল তিন দুষ্কৃতী। তাঁর বুকে, পায়ে গুলি লাগে। প্রথমে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলঘরিয়ার হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে চিকিৎসা চলছে তাঁর। আপাতত স্থিতিশীল মহম্মদ ইমদাদ।

ঘটনার সঙ্গে সঙ্গে বারাকপুর পুলিশ কমিশনারেট তদন্তে নামে। আক্রান্ত যুবক মহম্মদ ইমদাদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে সোদপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম শেখ কৌসর ওরফে আরিয়ান, কুলদীপ দাস ওরফে চুয়া এবং দীপক বাল্মীকি। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায়, গুলিচালনার মোটিভ ঠিক কী ছিল এবং আর কারা যুক্ত। তবে ডিসি, সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, আগে ধৃতদের সঙ্গে আক্রান্ত যুবকের বন্ধুত্ব ছিল। তিন-চারদিন আগে কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তার জেরেই এই ঘটনা। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারাকপুর শুটআউটে ২৪ ঘণ্টার মধ্যে সোদপুর থেকে গ্রেপ্তার ৩।
  • জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে আক্রান্তের বন্ধুত্ব ছিল।
  • কিছুদিন আগে ঝামেলার জেরে গুলি, দাবি পুলিশের।
Advertisement