shono
Advertisement
Tehatta

নির্মীয়মাণ বাড়িতে তরুণীকে গণধর্ষণ! পুলিশের জালে ৩

নির্যাতিতা গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
Published By: Subhankar PatraPosted: 01:12 PM Apr 23, 2025Updated: 05:11 PM Apr 23, 2025

রমণী বিশ্বাস, তেহট্ট: রাজ্যে ফের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে পূর্ব পরিচিত যুবক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তেহট্টের পলাশীপাড়া থানা এলাকায়। রাতে তরুণীর পরিবার থানায় অভিযোগ জানায়। নির্যাতিতা গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে গিয়েছিলেন তরুণী। বাড়ি ফিরে আসার সময় পূর্ব পরিচিত এক যুবক তাঁকে ফোন করে দেখা করতে বলেন। অভিযোগ, সেখানে আগে থেকেই পূর্ব পরিচিত যুবক ও আরও ২ অভিযুক্ত অপেক্ষা করছিল। সেখানে যেতেই তরুণীকে একটি নির্মীয়মাণ ভবনে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, সেখানে তাঁর উপর নির্যাতন চালানো হয়। অত্যাচারের জেরে গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে থাকে। পালিয়ে যায় অভিযুক্তরা। কোনওমতে বাড়িতে পৌঁছয় নির্যাতিতা।

প্রথমে ভয়ে ও লজ্জায় পরিবারকে কিছু বলতে চাননি তরুণী। সময় যত গড়ায়, আরও অসুস্থ হয়ে পড়েন তরুণী। লাগাতার রক্তক্ষরণে পরিবারের সন্দেহ হয়, জিজ্ঞাসা করলে পরিবারকে বিষয়টি জানান তরুণী। গুরুতর জখম অবস্থায় তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন নির্যাতিতা।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পালাশীপাড়া থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে ফের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে পূর্ব পরিচিত যুবক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তেহট্টের পলাশিপাড়া থানা এলাকায়।
  • রাতে তরুণীর পরিবার থানায় অভিযোগ জানায়। নির্যাতিতা গুরুত্বর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement