shono
Advertisement

লকডাউন অগ্রাহ্য করে অ্যাম্বুল্যান্সে দেদার বিদেশি মদ পাচার, নাকা তল্লাশিতে গ্রেপ্তার ৩

প্রায় ৪০-৫০ হাজার টাকার মদ পাচার করা হচ্ছিল বলেই দাবি তদন্তকারীদের। The post লকডাউন অগ্রাহ্য করে অ্যাম্বুল্যান্সে দেদার বিদেশি মদ পাচার, নাকা তল্লাশিতে গ্রেপ্তার ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:21 PM Apr 10, 2020Updated: 12:21 PM Apr 10, 2020

বাবুল হক, মালদহ: লকডাউন অগ্রাহ্য করে অ্যাম্বুল্যান্সে চলছে দেদার বিদেশি মদ পাচার। গোপন সূত্রে খবর পেয়ে সেই পরিকল্পনা বানচাল করে দিল মালদহের হবিবপুর থানার পুলিশ। শুক্রবার সকালে হবিবপুর থানার আইহো এলাকার মালদহের নালাগোলা রাজ্য সড়কে নাকা তল্লাশির সময় ওই অ্যাম্বুল্যান্সটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। আর অ্যাম্বুল্যান্সের পিছনের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। সারি সারি বিদেশি মদের প্যাকেট দেখে হতবাক পুলিশ কর্তারা। কীভাবে, কোথা থেকে বিপুল পরিমাণ এই মদগুলি মজুত করে পাচার চলছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে রোগী নিয়ে যাওয়ার অছিলায় মালদহের নালাগোলা রাজ্য সড়ক দিয়ে একটি অ্যাম্বুল্যান্স যাচ্ছিল। সেই সময় সমস্ত গাড়ি দাঁড় করিয়ে নাকা তল্লাশি চলছিল। অ্যাম্বুল্যান্সের পিছনের দরজা খুলতেই অবাক হয়ে যান পুলিশকর্মীরা। তাঁরা দেখেন, নামীদামি কোম্পানির বিদেশি মদ মজুত করা হয়েছে অ্যাম্বুল্যান্সে। যার আনুমানিক বাজারদর প্রায় ৪০-৫০ হাজার টাকা। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ ওই অ্যাম্বুল্যান্সে থাকা তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল বাবলা সাহা, অভিজিৎ হালদার এবং বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তারা প্রত্যেকেই ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা।

[আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড়, রাজ্যবাসীকে স্বস্তি দিতে বিকেলেই নামবে বৃষ্টি]

হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আইহো এলাকা থেকেই অ্যাম্বুল্যান্সে করে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার করার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, বর্তমানে লকডাউনের ফলে বন্ধ রয়েছে মদের দোকান। এই সুযোগে মদের দেদার কালোবাজারি করছেন অনেকেই। ঠিক সেভাবেই হবিবপুরের কোনও একটি মদের দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ অ্যাম্বুল্যান্স করে পাচার করছিল ওই তিন যুবক। আইহো এলাকার রাজ্য সড়কে নাকা চেকিংয়ের সময় পুলিশি অভিযানে তাদের পরিকল্পনা বানচাল হয়ে যায়। তদন্তকারী পুলিশের এক কর্তা জানিয়েছেন, বিদেশি মদগুলি মালদহ শহরের বিভিন্ন প্রান্তে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। জেলা আবগারি দপ্তরের সুপার সুরক্তিম মুখোপাধ্যায় জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবিবপুর থানায় সংশ্লিষ্ট দপ্তর থেকে আধিকারিক পাঠানো হয়েছে। এই ঘটনায় যদি কোনও লাইসেন্স থাকা ব্যবসায়ী জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: লকডাউনের মাঝে কুষ্ঠ আক্রান্তদের খাবার বিলি, মানবিকতার নজির গড়লেন বিচারক]

The post লকডাউন অগ্রাহ্য করে অ্যাম্বুল্যান্সে দেদার বিদেশি মদ পাচার, নাকা তল্লাশিতে গ্রেপ্তার ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement