shono
Advertisement

প্রচারের মাঠে ফুটবলে কিক দিয়ে খুদেদের মন জয় মিমির, দেখুন ভিডিও

শ্যামনগরের সভায় চমক ছিল, স্বকণ্ঠে মিমির গান৷ The post প্রচারের মাঠে ফুটবলে কিক দিয়ে খুদেদের মন জয় মিমির, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM Apr 04, 2019Updated: 03:53 PM Apr 22, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কেরিয়ারের দ্বিতীয় ইনিংস সদ্যই শুরু করেছেন মিমি৷ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী আপাতত রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত৷ আর ব্যস্ততা থাকবে নাই বা কেন? ভোটের উত্তাপে ফুটছে গোটা দেশ৷ এদিকে আবার মাত্র সপ্তাহখানেক পরেই শুরু হয়ে যাবে প্রথম দফার লোকসভা নির্বাচন৷ তাই এখন শুটিংয়ের ব্যস্ত শিডিউলকে পিছনে ফেলে রেখে ভোটপ্রচারেই বেশি সময় দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী৷ বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি৷ তবে এদিন সেই ব্যস্ততার মাঝেও অন্যরকমভাবে ধরা দিলেন তারকা প্রার্থী৷

Advertisement

[ আরও পড়ুন: ‘একটু ছাড় দিতে হবে’, বাইক ব়্যালিতে হেলমেটহীন সমর্থকদের হয়ে সওয়াল শতাব্দীর]

সোনারপুরে কচিকাঁচাদের সঙ্গে এদিন ফুটবল খেলায় মেতে ওঠেন তৃণমূল প্রার্থী৷ পরনে ছিল সবুজ কুর্তি, সাদা পালাজো৷ সঙ্গে শক্ত করে বাঁধা ওড়না৷ এভাবেই এক্কেবারে দক্ষ ফুটবলারের মতোই ফুটবল নিয়ে কসরত করতে দেখা গেল তাঁকে৷ যদিও মিমির মাঠে নেমে ফুটবল খেলা নিয়ে সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা৷ কিন্তু নির্বাচনী কূটকচালিতে মন নেই খুদেদের৷ ভোটের আগে জনসংযোগের মাধ্যম নিয়েও কোনও মাথাব্যথা নেই তাদের৷ পরিবর্তে খেলার মাঠে কিছুক্ষণের জন্য হলেও এক সঙ্গীকে পেয়ে বেজায় খুশি খুদে খেলোয়াড়রা৷

[ আরও পড়ুন: রমজানের মাঝেই ভোট, মুসলিমদের কষ্ট ভাগ করে নিতে রোজা রাখবেন মিমি]

বৃহস্পতিবার সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকায় প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, আরাবুল ইসলাম, কাইজার আহমেদের মতো জেলার শীর্ষ নেতৃত্ব। হুডখোলা গাড়ি চেপে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বামুনঘাটা থেকে প্রচার শুরু করেন তিনি। বামুনঘাটা বাজার থেকে জলপথে আসেন ব্যাঁওতায়৷ সেখান থেকে হাটগাছার বিভিন্ন অলিগলিতে ঘোরেন তারকা প্রার্থী

গ্রামের রাস্তা ধরে যতই বাসন্তী হাইওয়ের দিয়ে এগিয়েছে মিমির হুডখোলা গাড়ি, ততই ভিড় বেড়েছে স্থানীয়দের।

এদিন বিকালে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের আঁতুড়ঘর বলে পরিচিত ভাঙড়ের শ্যামনগর স্কুল মাঠে একটি জনসভা করেন মিমি। এখানেও চমক অপেক্ষা করছিল৷  এলাকাবাসীর সমর্থন চেয়ে সামান্য বক্তব্যের পরই মিমি ফের জানান, তিনি ১৯ মে মুসলিম ভাইবোনদের সঙ্গে রোজা পালন করবেন৷ আর তারপরই খোলা গলায় গান ধরেন তৃণমূলের তারকা প্রার্থী৷ তাঁর গান আর জনতার হাততালি মিলেমিশে তখন এক অন্য পরিবেশ৷

২০১৭ সালের ১৭ জানুয়ারি ওই এলাকায় খুন হন এক যুবক। প্রায় দু’বছর আগে এখানে সভা করেছিল জেলা তৃনমূল নেতৃত্ব। তারপর আর কোনও সভা হয়নি৷ ভোটের আগে এই এলাকায় মিমির সভা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

দেখুন ভিডিও: 

The post প্রচারের মাঠে ফুটবলে কিক দিয়ে খুদেদের মন জয় মিমির, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement