shono
Advertisement

ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল যুব সভাপতিকে কুপিয়ে খুন

এবার ঘটনাস্থল নদিয়ার চাকদহ। The post ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল যুব সভাপতিকে কুপিয়ে খুন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Feb 28, 2019Updated: 07:39 PM Feb 28, 2019

সুবীর দাস, কল্যাণী: ফের নদিয়ায় খুন শাসকদলের নেতা। এবার চাকদহে। ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। 

Advertisement

[ অপ্রাপ্তবয়সে পালিয়ে বিয়ে, বাড়ির চাপে আত্মহত্যার চেষ্টা দম্পতির]

মৃতের নাম সুধীন সোম। চাকদহ শহরের ১২ নম্বর ওয়ার্ডে শাসকদলের যুব সভাপতি ছিলেন তিনি। থাকতেন বাহান্ন নম্বর রেলগেটের কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সুধীনবাবুকে ডেকে নিয়ে যান কয়েকজন। বাড়ির সামনে রাস্তায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগেই শাসকদলের ওই নেতাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে দুষ্কৃতীরা। শেষপর্যন্ত রক্তাক্ত অবস্থায় সুধীন সোমকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই অবস্থায় রাস্তায়ই পড়েছিলেন শাসকদলের যুব সভাপতি। তাঁকে যখন চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে শাসকদলের নেতা সুধীন সোমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকরা।

কিন্তু কেন খুন হতে হল তৃণমূলের যুব সভাপতি সুধীন সোমকে? কারাই বা খুন করল তাঁকে? মুখ খুলতে নারাজ শাসকদলের স্থানীয় নেতারা। প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। চলতি মাসের ৯ তারিখ নদিয়ার মাজদিয়ায় খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। বিধায়কের পাড়ায় সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।  

ছবি: সুজিত মণ্ডল

[হ্যাকারের পাল্লায় পড়ে কন্যাশ্রীর টাকা প্রতারণা রুখতে কলেজে সাইবার সুরক্ষার পাঠ]

The post ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল যুব সভাপতিকে কুপিয়ে খুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement