shono
Advertisement
Rajib Banerjee

'ভুল হয়েছে দাদা, ক্ষমা করো', ছাব্বিশের আগে কল্যাণের বাড়িতে 'ভাই' রাজীব

রাজীবের ঘর ওয়াপসির পর কল্যাণ একাধিক জায়গায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।
Published By: Subhankar PatraPosted: 06:05 PM Mar 09, 2025Updated: 07:06 PM Mar 09, 2025

সুমন করাতি, হুগলি: ছাব্বিশের বিধানসভার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর দু'জনের সম্পর্কে ছেদ পড়ে। রাজীবের ঘর ওয়াপসি হলেও, 'দাদা-ভাইয়ে'র সম্পর্কের দূরত্ব কমেনি। রবিবার আচমকা 'দাদা' কল্যাণের বাড়িতে হাজির হন 'ভাই' রাজীব। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। সৌজন্য সাক্ষাৎকার জানিয়ে কল্যাণ বলেন, "রাজীব আজকে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। বলল দাদা ভুল হয়েছে। ক্ষমা করো।" রাজীব জানান, "দাদার অভিমান হয়েছিল। শ্রীরামপুরে এসেছিলাম, সৌজন্য সাক্ষাৎ করলাম।" রাজীবের সঙ্গে ছিলেন বিজেপি থেকে ঘরে ফেরা হুগলির প্রবীর ঘোষালও।

Advertisement

একুশের নির্বাচনের আগে বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দল ছাড়েন তৎকালীন ডোমজুড়ের বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দল ছেড়েছিলেন হুগলির প্রবীর ঘোষাল-সহ বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। বিজেপিতে যোগ দেন তাঁরা। কিন্তু ভোটে প্রায় প্রত্যেকেই পরাজিত হন। সেই তালিকায় ছিলেন রাজীব ও প্রবীর দু'জনেই। তারপরই তৃণমূলে ফিরে আসেন রাজীব। সম্প্রতি দলনেত্রীর হাত ধরে আবারও তৃণমূলে ফিরেছেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালও।

কিন্তু রাজীব তৃণমূলে ফেরায় তাঁর বিরুদ্ধে ডোমজুড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। একাধিক জায়গায় রাজীবের দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কল্যাণও। দলে কলকে পাননি রাজীব। পরিস্থিতি এমন দাঁড়ায় নিজের জায়গায় কোণঠাসা হয়ে পড়েন তিনি। দল রাজীবকে দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয়। '২৪-এর লোকসভা নির্বাচনী প্রচারেও কল্যাণ-রাজীব দু'জনকে এক মঞ্চে দেখা যায়নি।

এবার সামনে বিধানসভা নির্বাচন। আবার বিজেপিকে রোখার লড়াই। এই আবহে কল্যাণের সঙ্গে দেখা করলেন মন্ত্রীসভার প্রাক্তন সদস্য। বেশ কিছুক্ষণ দু'জনের কথা হয়। বাইরে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "শ্রীরামপুরে এসেছিলাম, মনে হল দাদার সঙ্গে দেখা করি। দাদা-ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে। আজকে দেখা হয়ে খুব ভালো লাগল। দাদা আলিঙ্গন করলেন। আমরা একই দল করি। আশা করি আগামী দিনে দাদা-ভাইয়ের সম্পর্ক অটুট থাকবে।"

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "রাজীব দলে জয়েন করেছে অনেকদিন আগেই। বলল দাদা ভুলটুল হয়েছে। ক্ষমাটমা করো। আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত কোনও সমস্যা ছিল না। একটা কষ্ট ছিল তুমি তৃণমূল থেকে কেন চলে গেলে। দল থেকে তো তোমার প্রতি কোনও অবিচার হয়নি।"  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশের বিধানসভার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়।
  • তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর দু'জনের সম্পর্কে শীথিলতা আসে।
  • একুশের নির্বাচনের আগে বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দল ছাড়েন তৎকালীন জোমজুড়ের বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
Advertisement