shono
Advertisement

‘ওঁর বরং বলা উচিত বাংলায় থেকে উনি কতবার ধর্ষিতা হয়েছেন’

কড়া প্রতিক্রিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের। The post ‘ওঁর বরং বলা উচিত বাংলায় থেকে উনি কতবার ধর্ষিতা হয়েছেন’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Jul 14, 2017Updated: 02:12 PM Jul 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরের মহিলারা বাংলায় পা রাখলে ১৫ দিনের মধ্যেই ধর্ষিতা হবেন। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া এল তৃণমূল শিবির থেকে। বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন,  বাংলায় থেকে নেত্রী নিজে কতবার ধর্ষিতা হয়েছেন, সে কথা বরং সবার আগে ওঁর বলা উচিত।

Advertisement

[ ‘দেশের নেতারা মেয়ে-বউকে বাংলায় পাঠান, ১৫ দিনের মধ্যে ধর্ষিতা হবেন’ ]

রাজ্যে নারী সুরক্ষা ও আইনশৃঙ্খলা কোন অবস্থায় পৌঁছেছে তা বোঝাতেই বিস্ফোরক মন্তব্য করেন  বিজেপি নেত্রী। সংবাদ সংস্থা  এএনআই-কে তিনি জানান, যাঁরা তৃণমূলকে সমর্থন করেন, তাঁদের উদ্দেশ্যে তাঁর একটাই কথা বলার আছে। তাঁরা যেন অতি অবশ্য তাঁদের বাড়ির মেয়েদের বাংলায় পাঠান। রূপার দাবি, সরকারি আনুকূল্যে না থাকলে যে কোনও মহিলা বাংলায় ১৫ দিনের মধ্যে ধর্ষিত হবেন। এই মন্তব্যেই বিতর্কের ঝড় ওঠে। বিভিন্নমহলের প্রশ্ন, রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে কি কোথাও বাংলাকেই খাটো করে ফেললেন না বাঙালি নেত্রী?

#WATCH TMC supporters from outside WB should send their women thr,challenge they will be raped within 15 days: BJP MP Rupa Ganguly (13.7.17) pic.twitter.com/SOWs1xBO46

— ANI (@ANI_news) July 14, 2017

[ শ্বেতা কি জানত বাবাকে খুন করতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়েছে মা? ]

প্রত্যাশিত ভাবেই এর কড়া জবাব এল তৃণমূল শিবির থেকে। বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় সাফ জানালেন, “সবার আগে ওঁর বরং জানানো উচিত যে বাংলায় থেকে উনি নিজে কতবার ধর্ষিতা হয়েছেন। যখন উনি কোনও কিছু নিয়ে অভিযোগ তুলছেন, আর গোটা একটা রাজ্যের নামে অভিযোগ জানাচ্ছেন তখন এটা আগে খোলসা করা ভাল।” তাঁর দাবি, এর উত্তর মিললেই বোঝা যাবে এই ধরনের মন্তব্যের নেপথ্যে আসল সত্যিটা কী।বস্তুত রূপাকে সামনে রেখেই তাঁর মন্তব্যের অসারতা যেন প্রমাণ করে দিলেন নেতা।

#WATCH TMC Leader Sovandeb Chattopadhyay reacts on Roopa Ganguly’s statement says,”She should say hw many times she hs been raped in Bengal” pic.twitter.com/srk8hIpxrL

— ANI (@ANI_news) July 14, 2017

সম্প্রতি বসিরহাটের অশান্ত পরিস্থিতি নিয়ে এমনিতেই শাসকদলের সঙ্গে বিরোধীদের তরজা তুঙ্গে। এই মন্তব্যের জেরে তা যে আরও বাড়ল সে কথা বলার অপেক্ষা রাখে না।

The post ‘ওঁর বরং বলা উচিত বাংলায় থেকে উনি কতবার ধর্ষিতা হয়েছেন’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement