আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: নৈহাটি, কাঁচরাপাড়া আগেই ফেরত এসেছে তৃণমূলের। এবার এল গারুলিয়া পুরসভা। বারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিংয়ের খাস তালুক ভাটপাড়া পুরসভাও এবার পুনর্দখল করায় নজর দিল তৃণমূল শিবির। অর্জুন সিংয়ের নিকট আত্মীয় বিধায়ক সুনীল সিংয়ের কাছ থেকে অনাস্থা ভোটে ১৩- ০ ব্যবধানে শুক্রবারই গারুলিয়া পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল। দীপাবলি পর্ব মিটলেই ভাটপাড়ার দখল নিতে মাঠে নামবে তৃণমূল শিবির।
দলের জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, গারুলিয়া পুরসভা হাতে এসেছে, এবার ভাটপাড়াও তৃণমূলের সঙ্গে আসবে। বিজেপি সাংসদ অর্জুন সিং পালটা জানিয়েছেন, “মানুষ সব দেখছে। জবাব মিলবে পরের নির্বাচনের ভোটবাক্সে।” তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন পুরপ্রধান সুনীল সিং ১২ জন কাউন্সিলরকে দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করান। এরপর দলবদলকারী ১২ জন কাউন্সিলরের মধ্যে চারজন তৃণমূলে ফিরে আসেন। যার ফলে ১৯ সদস্যের বোর্ডে আবার তৃণমূল সংখ্যাগুরু হয়ে পড়ে। দলে কাউন্সিলরের সংখ্যা বেড়ে ১২ হওয়ায় ১৬ সেপ্টেম্বর বিজেপিতে যাওয়া প্রাক্তন পুরপ্রধান সুনীল সিংয়ের বিরুদ্ধে তৃণমূল অনাস্থা প্রস্তাব আনে সঞ্জয় সিংয়ের নেতৃত্বে। এদিন সঞ্জয় সিং-সহ দলের ১৩ কাউন্সিলর হাজির হন ভোটাভুটিতে।
[আরও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে মাটি হবে দীপাবলির আনন্দ? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]
সেখানে ডাক পেয়েও আসেননি বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলররা। এদিন প্রস্তাবিত পুরপ্রধান হিসাবে সংঞ্জয় সিংয়ের নাম উঠে এলে সবাই সমর্থন করেন। ফলে গারুলিয়া পুরসভা সঞ্জয়ের নেতৃত্বে তৃণমূলের পুনর্দখল হল। লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের জেরে বারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পুরসভাই তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কিন্তু পুর-অস্তিত্ব দখল করেও তা টিকিয়ে রাখতে পারল না বিজেপি। দিনকয়েক কাটতে না কাটতেই হাতছাড়া পুরসভাগুলির পুনর্দখল হয়ে গেল।
The post গারুলিয়া পুরসভাও হাতছাড়া বিজেপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্দখল তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
