shono
Advertisement
Maldah

বাড়ির সামনেই পার্টি অফিস, বিজেপি নেতার হাত ধরে পালালেন তৃণমূল কর্মীর স্ত্রী! চাঞ্চল্য মালদহে

ঘটনায় উদ্বিগ্ন দুই পরিবারের সদস্যরা।
Published By: Suhrid DasPosted: 05:32 PM May 18, 2025Updated: 09:34 PM May 18, 2025

বাবুল হক, মালদহ: তৃণমূল কর্মীর বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে বিজেপির দলীয় কার্যালয়। স্থানীয় বিজেপি নেতার সঙ্গে ওই তৃণমূল কর্মীর স্ত্রীর আলাপও হয়েছিল। দু'জনের মধ্যে কথাবার্তাও চলত। দিন কয়েক আগে তৃণমূল কর্মীর স্ত্রী বাড়ি থেকে উধাও হয়ে যান। একই দিন থেকে উধাও ওই বিজেপি নেতাও। পরে কানাঘুষো শোনা যায় ওই বিজেপি নেতার সঙ্গেই পালিয়েছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী! ঘটনা জানাজানি হতে এলাকায় চাপা শোরগোলও পড়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুরে।

Advertisement

এই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দুই পরিবারও এই মুহূর্তে দুশ্চিন্তায়। স্ত্রীয়ের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজখবর করছেন ওই তৃণমূল নেতা ও তাঁর পরিবার-পরিজন। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকায়। ওই এলাকাতেই তৃণমূল কর্মীর বাড়ি। বেশ কয়েক বছর আগে ওই তৃণমূল কর্মীর সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল ওই তরুণীর। সেই আলাপ থেকে প্রেম। দুই বাড়ির সম্মতিতে দু'জনের চারহাত এক হয়। তাঁদের ছোট দুই সন্তানও আছে।

ওই তৃণমূল কর্মীর বাড়ির উলটোদিকে ১০০ মিটার দূরে বিজেপির দলীয় কার্যালয়। এলাকার এক বিজেপি নেতা ওই কার্যালয়ে নিয়মিত যাতায়াত করেন। সেই সূত্রে ওই নেতার সঙ্গে তৃণমূল কর্মীর স্ত্রীর আলাপ-পরিচয় হয়েছিল। বিরোধী রাজনীতির হলেও স্ত্রীর সঙ্গে বিজেপি নেতার আলাপচারিতায় পেশায় টোটোচালক ওই তৃণমূল কর্মী আপত্তি করেননি। আর সেটাই কি কাল হল? এখন সেই প্রশ্নই জোরালো হচ্ছে। দিন কয়েক আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে যান ওই তরুণী। প্রথমে পরিচিত, আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর করা হলেও সন্ধান মেলেনি। এর মধ্যেই জানা যায়, ওই একই দিন থেকে উধাও বিজেপি নেতাও। বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। দেখা যায়, দুইয়ে দুইয়ে চার মিলে গিয়েছে। ওই বিজেপি নেতার হাত ধরেই পালিয়েছেন ওই তরুণী!

ওই বিজেপি নেতাও বিবাহিত। বাড়িতে স্ত্রী, সন্তান আছে। ঘটনায় ওই পরিবারের মাথাতেও কার্যত আকাশ ভেঙে পড়েছে। বিজেপি নেতার স্ত্রীও হতবাক। অন্যদিকে, প্রেমের টানে ঘর ছাড়া ওই তরুণীর মাও ঘটনা জেনে মাথা চাপড়াচ্ছেন। কীভাবে এই কাজ করল মেয়ে? সেই প্রশ্নই বারবার করছেন তিনি। এদিকে গুম মেরে গিয়েছেন ওই তৃণমূল কর্মী। স্ত্রীকে 'বিশ্বাসঘাতক' বলে কটাক্ষ করেছেন তিনি। স্ত্রী নিখোঁজের পর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনায় রাজনীতি খুঁজছেন না লোকজন। এই বিষয়ে দুই দলের তরফে কোনও কথাও বলা হচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল কর্মীর বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে বিজেপির দলীয় কার্যালয়। স্থানীয় বিজেপি নেতার সঙ্গে ওই তৃণমূল কর্মীর স্ত্রীর আলাপও হয়েছিল।
  • দু'জনের মধ্যে কথাবার্তাও চলত। দিন কয়েক আগে তৃণমূল কর্মীর স্ত্রী বাড়ি থেকে উধাও হয়ে যান। একই দিন থেকে উধাও ওই বিজেপি নেতাও।
Advertisement