shono
Advertisement

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচারে নামলেন কল্যাণ, কর্মিসভা থেকে বিঁধলেন কেন্দ্রকে

এবারও জয়ের বিষয়ে আশাবাদী শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। The post দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচারে নামলেন কল্যাণ, কর্মিসভা থেকে বিঁধলেন কেন্দ্রকে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Mar 16, 2019Updated: 07:38 PM Mar 16, 2019

দিব্যন্দু মজুমদার, হুগলি: নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে, প্রচারে নেমে পড়েছে সব দলের প্রার্থীরাই। শনিবার দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন ডানকুনিতে একটি কর্মিসভা করেন তিনি। জয়ের বিষয়ে কর্মীদের আশ্বাস দেন তিনি।

Advertisement

[পাহাড়ে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল, ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে দল]

প্রার্থী ঘোষণার পর থেকেই নিজেদের মতো করে প্রচারে নেমে পড়়েছে সব দল। জোরকদমে চলছে দেওয়াল লিখন, মিটিং মিছিল। নিজের কেন্দ্রে বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন সব দলের কর্মীরা। সেই সঙ্গে দলের দোষ-ত্রুটি ঝালিয়ে নিতে কর্মিসভারও আয়োজন করছে দলগুলি। অন্য দলের পাশাপাশি তৃণমূলের তরফেও আয়োজন করা হচ্ছে  সভার। শনিবার সকালে সভায় যোগ দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১০টা নাগাদ প্রথমে দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। সেখানে পুজো দিয়ে বেড়িয়ে পড়েন নির্বাচনের প্রচার। এদিন তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের ডানকুনিতে একটি কর্মিসভায় যোগ দেন তিনি।

জানা গিয়েছে, কর্মিসভা থেকে দলীয় কর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৬ মে তাঁর কেন্দ্রে ভোট, তিনি কর্মীদের নির্দেশ দিয়েছেন, ভোটের আগে যেন কমপক্ষে ৩ বার এলাকার সব বাড়িতে যান কর্মীরা। সেই সঙ্গে তিনি বলেন, ” নিজের বুথের বাইরে কোনও বিষয়ে কারও চিন্তা করার প্রয়োজন। প্রত্যেকে তার নিজের বুথের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই চলবে।” সেই সঙ্গে জয়ের বিষয়ে কর্মীদের আশ্বাস দেন পোড়খাওয়া এই নেতা।

[অভিনেত্রীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ]

এর পাশাপাশি সভা থেকে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “মোদি সরকার দেশকে শেষ করে ফেলতে চাইছে। বিজেপি ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছে।“ একইভাবে কড়া ভাষায় সিপিএমকে আক্রমণ করেন তিনি। কর্মিসভায় বাম আমলে তাদের উপর ঘটে যাওয়া একাধিক অত্যাচারের কথা বলেন তিনি। সব মিলিয়ে নিজের কেন্দ্র দখলে রাখতে কোমর বেঁধে নেমে পড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।      

The post দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচারে নামলেন কল্যাণ, কর্মিসভা থেকে বিঁধলেন কেন্দ্রকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement