সুমন করাতি, হুগলি: বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! রবিবার সন্ধ্যায় হাওড়া-কাটোয়া শাখায় ব্য়াহত ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ ঘরে চুঁচুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। নাজেহাল যাত্রীরা।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হাওড়া-কাটোয়া শাখার বাঁশবেড়িয়া স্টেশনের কাছে ভেঙে পড়ে প্যান্টোগ্রাফ। ফলে থমকে যায় রেলের চাকা। সঙ্গে সঙ্গে মেরামতির কাজে হাত লাগান রেলের ইঞ্জিনিয়াররা। এই দুর্ঘটনার ফলে আপ ব্যান্ডেল, আপ কাটোয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে একটি আপ কাটোয়া লোকাল দাঁড়িয়ে রয়েছে প্রায় ঘণ্টা খানেক ধরে। ডাউন লাইন ও রিভার্স লাইন দিয়ে ব্যান্ডেল ও বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল করছে। তবে কাটোয়া লোকাল আটকে থাকায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। ব্যান্ডেল স্টেশন ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছে হাওড়া-বর্ধমান মেন লোকালও।
এক যাত্রী বলেন, "প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। হাওড়া থেকে কাটোয়া যাব বলে ট্রেনে উঠেছিলাম। হঠাৎ তা দাঁড়িয়ে গেল। শুনলাম তারে কোনও সমস্যা হয়েছে। কী ভাবে গন্তব্যে পৌঁছব, জানি না।" একই সুর শোনা গেল অন্যান্যযাত্রীদের কণ্ঠেও। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ বলেন, "ওভারহেড তারের সমস্যা হয়েছে। সেখানে মেরামত করার জন্য রেলের কর্মীরা পৌঁছে গিয়েছেন। বাঁশবেড়িয়ার স্টেশনের পরে সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।"
