shono
Advertisement

ছড়া কেটে প্রচার, দেওয়াল লিখনে কাঁকসায় তৃণমূলের ভরসা শিক্ষক নিরুপম

গৃহশিক্ষকের সৌজন্যে মানিকআড়া গ্রামে ২২টি দেওয়াল লিখেছে তৃণমূল। The post ছড়া কেটে প্রচার, দেওয়াল লিখনে কাঁকসায় তৃণমূলের ভরসা শিক্ষক নিরুপম appeared first on Sangbad Pratidin.
Posted: 06:59 PM Apr 28, 2018Updated: 07:14 PM Apr 28, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ‘হাত-হাতুড়ি-কাস্তে তারা, সবাই হয়েছে বাংলা ছাড়া৷ ফুটবে না আর পদ্মফুল, বাংলা গড়ছে তৃণমূল৷’

Advertisement

ছড়া’র গ্রাম৷ দেওয়ালে দেওয়ালে পদ্য৷ সুন্দর হাতের লেখায় ফুটিয়ে তোলা হয়েছে শাসকদলের পঞ্চায়েত প্রচার৷ গোটা গ্রাম জুড়েই রুচিসম্মত, সৌন্দর্য বজায় রেখেই পরিচ্ছন্ন প্রচার তৃণমূলের৷ সৌজন্যে, গৃহশিক্ষক নিরুপম ঘোষ৷

কাঁকসার মানিকআড়া গ্রাম৷ একসময়ে তৃণমূলের দাপট থাকলেও বর্তমানে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাচ্ছ বিজেপি৷ এই রাজনৈতিক পরিস্থিতিতে গ্রাম জুড়ে পঞ্চায়েত ভোটের ভিন্ন প্রচারে নেমেছে শাসকদল৷ গ্রামীণ রাজনীতির কলুষিত চর্চাকে ফুঁ-দিয়ে উড়িয়ে দিয়ে এক সুস্থ রাজনৈতিক আবহাওয়া তৈরি করার প্রচেষ্টায় নেমেছে তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব যোগাযোগ করেন মানিকআড়া গ্রামের গৃহশিক্ষক নিরুপম ঘোষের সঙ্গে৷ বরাবরই ডানপন্থী নিরুপমবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুরাগী৷ স্থানীয় তৃণমূল নেতাদের পক্ষ থেকে ভাল হাতের লেখা হওয়ার জন্যে দলের পক্ষ থেকে দেওয়াল লিখনের প্রস্তাব দেওয়া হয়৷ তখনই তার মাথায় আসে শুধু দেওয়াল লিখনই নয়, একটু অন্যরকম কিছু করার৷

তারপরই রাতারাতি ৩৪টি পদ্য লিখে ফেলেন৷ শুরু হয় দেওয়ালে দেওয়ালে রঙ তুলির সঙ্গে ছন্দের খেলা৷ ছাত্র ছাত্রীদের পড়াতে পড়াতেই শখের কবিতা লেখা৷ ফাঁকা সময়ে কাগজে-কলমে নিয়ে বসে পরে দিস্তা দিস্তা পাতায় পাতায় ছোট ছোট পদ্য লেখাই একসময় ছিল নিরুপমবাবুর নেশা৷ সেই নেশাকেই এবার দেওয়ালে তুলে ধরার সুযোগ পেতে আপ্লুত নিরুপমবাবু৷ তিনি বলেন, “লিখতে লিখতেই ছন্দ চলে আসছে৷ মাঝে মধ্যে নিজের লেখা পদ্য সংশোধনও করছি৷ অন্য রকম আনন্দ লাগছে৷” যদি তৃণমূল ছাড়া অন্য কোনও দলের পক্ষ থেকে দেওয়াল লিখনের প্রস্তাব আসে? অবিচল ভঙ্গিতে তিনি নিরুপমবাবু বলেন, “তৃণমূলের হয়েই এই কাজ করব৷ এখানেই এত এই কাজের চাপ অন্য পর্টির কাজ করতে সময় পাব না৷ তাছাড়া অন্য পার্টির হয়ে লিখতে গিয়ে মনে ছন্দও আসবে না৷”

তৃণমূল সমর্থক নিরুপমবাবুর কাজে খুশি তৃণমূলও৷ দলের জেলা নেতৃত্ব তার এই কাজ দেখে পিঠ চাপড়েও দিয়ে গিয়েছেন৷ এখনও পর্যন্ত কাঁকসার মানিকআড়া গ্রামে ২২টি দেওয়াল লিখেছে তৃণমূল৷ সবটাই নিরুপম ঘোষের সৌজন্যে৷ মানিকআড়া গ্রামজুড়ে শাসকদলের দেওয়াল লিখন দেখতে ভিড় জমছে বেশ৷ মানিকআড়া গ্রামের পঞ্চায়েত সমিতির প্রার্থী সবিতা মল্য বলেন, “অভিনব প্রচার৷ ভোটাররাও উপভোগ করছে৷ দাঁড়িয়ে পড়ছে৷ লেখনি ভাল৷ ভালই সাড়া পড়ছে৷”

এর ফলে কি ভোটে অতিরিক্ত সুবিধা মিলবে? ‘‘সুবিধা মিলবে কি না জানি না, তবে একটু ভিন্ন স্বাদ পাওয়া গেল এই ভোটে৷’’ বলেন সবিতাদেবী৷ ‘উন্নয়নে জোড়া ফুল, পঞ্চায়েতে তৃণমূল৷’ নিরুপম ঘোষের দৌলতে ফের মসনদ দখলের স্বপ্ন দেখছে তৃণমূল৷

The post ছড়া কেটে প্রচার, দেওয়াল লিখনে কাঁকসায় তৃণমূলের ভরসা শিক্ষক নিরুপম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement