shono
Advertisement

Breaking News

পথ দুর্ঘটনায় মৃত্যু মালদহের রতুয়ায়, ক্ষোভে পুলিশ ফাঁড়িতে হামলা স্থানীয়দের

রবিবার রতুয়ার মহানন্দাটোলায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। The post পথ দুর্ঘটনায় মৃত্যু মালদহের রতুয়ায়, ক্ষোভে পুলিশ ফাঁড়িতে হামলা স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 AM Aug 13, 2019Updated: 11:28 AM May 19, 2020

বাবুল হক, মালদহ:  পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের রতুয়া। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাতে স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে চড়াও হন বলে অভিযোগ। মৃতদেহ নিয়ে মাঝরাত পর্যন্ত চলে বিক্ষোভ। এদিকে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ। ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন:  ‘মোবাইল রিচার্জ করে দিচ্ছি’, মাকে দেওয়া কথা রাখতে পারলেন না নিহত আর্ট ডিরেক্টর]

ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। সেদিন রতুয়ার মহানন্দাটোলা এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিমল মণ্ডল নামে ওই ব্যক্তির। নিহতদের পরিবারের দাবি, ব্যবস্থা নেওয়া তো দূর, ঘটনার পর অভিযোগও নিতে চায়নি রতুয়ার মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। তবে মৃতদেহটি উদ্ধার করে যথারীতি ময়নাতদন্তে পাঠানো হয়।

সোমবার সন্ধেবেলা ময়নাতদন্তের পর যখন মৃতদেহটি যখন মালদহ থেকে রতুয়ায় আনা হয়, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রথমে মৃতদেহ নিয়ে মহানন্দাটোলা ফাঁড়ির সামনে বিক্ষোভে শামিল হন মৃতের পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় হামলা চালান বিক্ষোভকারীদের একাংশ। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। শোনা যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ হয়েছেন মহাদেব মণ্ডল নামে এক এলাকারই এক বাসিন্দা। তাঁর পায়ে গুলি লেগেছে। শেষপর্যন্ত মানিকচক-সহ আশেপাশের বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার মাঝরাত পর্যন্ত পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল রতুয়ায়। রতুয়ার মহানন্দাটোলায় বিক্ষোভ সামাল দিতে গুলি চালানোর অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

জানা গিয়েছে, রবিবার বিকেলে রতুয়ার মহানন্দাটোলায় পথ দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন, তাঁর নাম পরিমল মণ্ডল। মহানন্দাটোলায় ফুলহার নদী লাগোয়ায় এলাকায় থাকতেন তিনি।

[আরও পড়ুন:  মিষ্টিতে মেলবন্ধন পতাকা-রাখির, স্বাধীনতা দিবসে নয়া আকর্ষণ বর্ধমানে]

The post পথ দুর্ঘটনায় মৃত্যু মালদহের রতুয়ায়, ক্ষোভে পুলিশ ফাঁড়িতে হামলা স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement