shono
Advertisement
South Dinajpur

একই বাড়ি থেকে উদ্ধার দেওর-বউদির দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনে চরম সিদ্ধান্ত?

দক্ষিণ দিনাজপুরের তপন থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Published By: Sayani SenPosted: 09:50 AM Jun 14, 2025Updated: 09:50 AM Jun 14, 2025

রাজা দাস, বালুরঘাট: বয়সের ব্যবধান মোটে বছর পাঁচেকের। বিয়ের পর থেকে দেওর ও বউদির সম্পর্ক বেশ মধুরই ছিল। কারও কারও দাবি, দু'জনেই একে অপরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বাভাবিকভাবেই তা জানাজানি হওয়ার পর থেকে পরিবারে অশান্তি তৈরি হয়। সম্ভবত সেই টানাপোড়েনে চরম সিদ্ধান্ত দেওর ও বউদির। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের তপনের নিমতলি এলাকায় জোর শোরগোল।

Advertisement

নিহতেরা হলেন বছর তেইশের গদাধর বর্মন এবং ১৮ বছর বয়সি সঙ্গীতা বর্মন। দু'জনে সম্পর্কে দেওর-বউদি। পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে গদাধরের দাদা দেবপ্রসাদ বর্মনের সঙ্গে বিয়ে হয় সঙ্গীতার। বছর দেড়েকের একটি সন্তানও রয়েছে তাঁদের। বাড়ির পৃথক দু'টি ঘর থেকে দেওর ও বউদির দেহ উদ্ধার করা হয়। দু'জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তপন থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, সম্প্রতি দেওর ও বউদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। তার ফলে সংসারে অশান্তি তৈরি হয়। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা আরও চরম পর্যায়ে পৌঁছয়। প্রায় দিনভর ঝগড়াঝাটির আওয়াজ পাওয়া যায়। সম্ভবত সেই টানাপোড়েনের জেরে দু'জনে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয় বলেই মনে করা হচ্ছে। মৃত মহিলার স্বামী দেবপ্রসাদ বর্মন অবশ্য এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানান। তবে পুলিশ তাঁর সঙ্গে কথা বলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একই বাড়ি থেকে উদ্ধার দেওর-বউদির দেহ।
  • বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনে চরম সিদ্ধান্ত?
  • দক্ষিণ দিনাজপুরের তপন থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Advertisement