shono
Advertisement

পায়রা নিয়ে বচসা, আত্মীয়দের ধারাল অস্ত্রের কোপ যুবকের!

ঘটনার পর থেকেই পলাতক ২ অভিযুক্ত। The post পায়রা নিয়ে বচসা, আত্মীয়দের ধারাল অস্ত্রের কোপ যুবকের! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Aug 27, 2019Updated: 06:34 PM Aug 27, 2019

পলাশ পাত্র, তেহট্ট: তুচ্ছ কারণে ধারাল অস্ত্র দিয়ে আত্মীয়দের আক্রমণের অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের ফতাইপুর এলাকায়। আহত তিন ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: গাফিলতিতে শিশুমৃ্ত্যুর অভিযোগ, চিকিৎসকদের মারধরের ঘটনায় উত্তপ্ত কোচবিহার]

আক্রান্ত সরিফুদ্দিন ও সইফুল মণ্ডলের বাড়ির পাশেই অভিযুক্ত হামিদুলের বাড়ি। আত্মীয় হলেও জমি নিয়ে সমস্যার কারণে কোনওদিনই তাঁদের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। সোমবার বিকেলে সামান্য পায়রা নিয়ে অশান্তি শুরু হয় দুই পরিবারের মধ্যে। জানা গিয়েছে, এদিন হামিদুলের পোষা পায়রা ছাদে উঠেছিল। হামিদুল ও তার ভাই  নিচে দাঁড়িয়ে পায়রাগুলিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছিল। বিষয়টি নজরে পড়তে তাদের ঢিল ছুঁড়তে বারণ করেন সরিফুদ্দিনের পরিবারের সদস্যরা। কারণ, তাঁদের ছাদে কয়েকটি শিশু খেলা করছিল। অভিযোগ, নিষেধ শোনেনি হামিদুল ও তার পরিবারের সদস্যরা। আচমকা একটি ঢিল ছিটকে সারিফুদ্দিনের নাতনির গায়ে লাগে। এরপরই প্রতিবাদে সরব হন সরিফুদ্দিনের পরিবারের সদস্যরা।

অভিযোগ, প্রতিবাদ করতেই হামিদুল ও তার ভাই ধারাল অস্ত্র নিয়ে সরিফুদ্দিনের বাড়িতে চড়াও হয়। সরিফুদ্দিনের নিম্নাঙ্গে কোপ দেয় অভিযুক্তরা। এরপর সরিফুদ্দিনের ছেলে সাইফুলের মাথায়ও কোপ দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের চিৎকার শুনে ছুটে যান বিল্লাল মণ্ডল নামে এলাকার এক যুবক। আহত হন তিনিও। স্থানীয়রাই তিনজনকে উদ্ধার করে তেহট্ট হাসপাতালে ভরতি করে। পরে সরিফুদ্দিন ও তাঁর ছেলেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ১ জন বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। বাকি অভিযুক্ত খোঁজে তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।  

          [আরও পড়ুন:পানীয় জলের জন্য ক্লাব টাকা নেয়, বাসিন্দাদের নালিশ শুনেই তদন্তের নির্দেশ পুরমন্ত্রীর]

The post পায়রা নিয়ে বচসা, আত্মীয়দের ধারাল অস্ত্রের কোপ যুবকের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার