shono
Advertisement

সমকামী সম্পর্ক নাকি ত্রিকোণ প্রেম? দুই ঘনিষ্ঠ বান্ধবীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জুনপুটে

জুনপুটের হুগলি গ্রামে আত্মহত্যা করে ওই দুই বান্ধবী৷ The post সমকামী সম্পর্ক নাকি ত্রিকোণ প্রেম? দুই ঘনিষ্ঠ বান্ধবীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জুনপুটে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Aug 10, 2019Updated: 12:24 PM Aug 10, 2019

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বাড়ি থেকে উদ্ধার হল দশম শ্রেণির দুই ছাত্রীর ঝুলন্ত দেহ৷ গলায় দড়ি দিয়ে তারা আত্মহত্যা করেছে বলেই দাবি পরিজনদের৷ ত্রিকোণ প্রেমের জেরে টানাপোড়েন নাকি সমকামী সম্পর্কে বাধা? পূর্ব মেদিনীপুরের জুনপুটের হুগলি গ্রামে দুই বান্ধবীর আত্মহত্যা ঘিরে নানা প্রশ্নের ভিড়৷

Advertisement

[আরও পড়ুন: বিয়েতে বাধা পরিবার, প্রেমিককে পেতে সাড়ে ৩০ ঘণ্টা ধরনা যুবতীর]

সোনালি কামিল্যা ও দিপালী মান্না নামে ওই দুই কিশোরী মাজিলাপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকেলে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে তারা৷ অন্যান্য দিনের মতো খাওয়াদাওয়া সেরে সন্ধেবেলা একসঙ্গে পড়তে বসে তারা৷ এরপর ওই ঘরের দরজা বন্ধ করে দেয় দু’জনে৷ বেশ কিছুক্ষণ পর তাদের গোঙানির আওয়াজ পান পরিজনেরা৷ দৌড়ে যান ঘরের সামনে৷ অনেক ডাকাডাকিতেও দরজা খোলেনি ওই দুই ছাত্রী৷ বাধ্য হয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন পরিজনেরা৷ ঘরে ঢুকে চক্ষু চড়কগাছ তাঁদের৷ দেখেন গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে সোনালি এবং দিপালী৷ তড়িঘড়ি দুই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা গিয়েছে দশম শ্রেণির ছাত্রীরা৷ জুনপুট কোস্টাল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে৷ ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিল ওই দুই ছাত্রী, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান জুনপুট কোস্টাল থানার ওসি সঞ্জীব দত্ত৷

[আরও পড়ুন: কাঁধে হিন্দু বন্ধুর দেহ, মুখে রামনাম করতে করতে শ্মশানের পথে শাহিদ]

দুই কন্যাসন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিজনেরা৷ তাঁদের দাবি, সোনালি এবং দিপালী দু’জনের সম্পর্ক খুবই ভাল ছিল৷ দু’জনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে বলে জানা নেই কারও৷ কেন এভাবে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে হল দশম শ্রেণির দুই ছাত্রীকে তা বুঝতে পারছেন না কেউই৷ কারও দাবি, হয়তো ত্রিকোণ সম্পর্কে জড়িয়ে পড়েছিল সোনালি-দিপালী, তাই এমন সিদ্ধান্ত নিল দু’জনে৷ আবার কেউ কেউ বলছেন সমকামী সম্পর্ক ছিল দুই ছাত্রীর৷ তবে গ্রামের দিকে এমন সম্পর্ক মানবেন না পরিজনেরা তা বুঝতে পেরে একসঙ্গে নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দুই কিশোরী৷ তবে ঠিক কী কারণে আত্মঘাতী হল ওই দুই কিশোরী, তা নিশ্চিত করে জানায়নি পুলিশ৷ পরিজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা না বলে এখনই ঘটনার কারণ খুঁজে পাওয়া সম্ভব নয় বলেই দাবি তদন্তকারীদের৷

The post সমকামী সম্পর্ক নাকি ত্রিকোণ প্রেম? দুই ঘনিষ্ঠ বান্ধবীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জুনপুটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement