shono
Advertisement

বিদেশফেরতদের চিহ্নিতকরণ শুরু উত্তরপাড়ায়, বাড়ির বাইরে দেওয়া হল নোটিস

পুরসভার পক্ষ থেকে বাড়িগুলিতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। The post বিদেশফেরতদের চিহ্নিতকরণ শুরু উত্তরপাড়ায়, বাড়ির বাইরে দেওয়া হল নোটিস appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM Mar 27, 2020Updated: 07:39 PM Mar 27, 2020

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিশ্ববাসীর কাছে এখন আতঙ্কের আরেক নাম করোনা। বিদেশ থেকে দেশের মাটিতে বা ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে আসার পরও করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না। আক্রান্ত ব্যক্তির স্পর্শ থেকে ছড়িয়ে পড়তে পারে করোনা। তাই ইতিমধ্যেই হুগলি জেলার বিভিন্ন এলাকায় বিদেশ বা ভিন রাজ্য থেকে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিতকরণ চলছে।

Advertisement

বিদেশ থেকে আগত প্রত্যেকের বাড়িতে গিয়ে পুরসভার পক্ষ থেকে এই মর্মে নোটিস লাগানো হচ্ছে। সেখানে হলা হচ্ছে, ‘এই বাড়ির লোক আগামী ১৪ দিন বাইরে যাবেন না’। পুরসভার পক্ষ থেকে ওই বাড়িগুলিতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। উত্তরপাড়া কোতরং পুরসভার অধীনস্ত এরকম ৭২টি বাড়িতে শুক্রবার নোটিস লাগানো হয়েছে। বাড়ির সদস্যদের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি পুরসভার হেল্প লাইনে ফোন করলে তাঁদের জন্য চাল, ডাল, আলু, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সব কিছুই পৌঁছে দেওয়া হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

[ আরও পড়ুন: লকডাউনে স্তব্ধ রোজগারের রাস্তা, ড্রামভরতি দুধ পুকুরে ফেলে প্রতিবাদে দুগ্ধ ব্যবসায়ীরা ]

এদিকে এই নোটিস লাগানোকে কেন্দ্র করে কেউ কেউ বেশ ক্ষুব্ধ। তবে মহামারির হাত থেকে বাঁচতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রার্থনা করেছেন পুরসভার আধিকারিকরা। এই বিষয়ে উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, বর্তমান পরিস্থিতিতে মানুষকে সজাগ থাকতে হবে। আশেপাশের মানুষকেও সতর্ক থাকতে হবে। এটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মানুষের মনে অবিশ্বাস জন্মাচ্ছে। কিন্তু প্রত্যেককে তার নিজের দায়িত্ব পালন করতে হবে। তাহলেই এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারব। কারণ মানুষের জীবনের থেকে বড় কিছু নয়। তাই সকলে যেন তাদের কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দেন।

[ আরও পড়ুন: করোনা মোকাবিলায় উদ্যোগ, দুর্গাপুর ইস্পাত কারখানার আইসোলেশন ওয়ার্ড অধিগ্রহণ রাজ্যের ]

The post বিদেশফেরতদের চিহ্নিতকরণ শুরু উত্তরপাড়ায়, বাড়ির বাইরে দেওয়া হল নোটিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার