সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া। কল্যাণপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ ইনসান। আহত আরও বেশ কয়েকজন। তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক ধরেই সাঁইথিয়ার কল্যাণপুরে গ্রাম দখল ঘিরে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি এবং জেলার এক নেতার মধ্যে চাপা দ্বন্দ্ব চলছিল। এঁদের অনুগামীরা মাঝমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ছিলেন। কোন নেতার দখলে থাকবে গ্রাম, তা নিয়ে এমন বিবাদ সোমবার রাতে চরমে ওঠে। রাত থেকেই দু’পক্ষের মধ্যে বোমাবাজি, গুলির লড়াই শুরু হয়ে যায়।
এরপর আজ সকালে বছর ছাব্বিশের শেখ ইনসান ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন দোকানে। সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। আচমকাই গুলি ধেয়ে আসে তাঁর দিকে। একটি মাথায় এবং একটি গুলি ইনসানের পায়ে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে যান এই যুবক। স্থানীয় বাসিন্দারা তাঁর চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[ আরও পড়ুন: অগ্রিম বেতন নিয়ে বচসা, আক্রোশে চিকিৎসকের স্ত্রীকে পিটিয়ে খুনে গ্রেপ্তার গাড়িচালক]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। তবে এখনও উত্তপ্ত কল্যাণপুর। রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে তরতাজা এক যুবকের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।
মৃত শেখ ইনসানের পরিবারের দাবি, তাঁদের ছেলের সঙ্গে কোনও রাজনৈতিক দলেরই কোনও যোগ নেই। কিন্তু তা সত্ত্বেও তারই বলি হতে হল গ্রামের সাধারণ যুবককে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন তাঁর পরিবারের সদস্যরা। বোমাবাজিতে এমন মর্মান্তিক ঘটনার জেরে তটস্থ গোটা গ্রাম। অশান্তি এড়াতে এবং গ্রামবাসীদের আশ্বস্ত করতে মোতায়েন রয়েছে পুলিশ।
[ আরও পড়ুন: পরিত্যক্ত ঘরে মজুত বোমায় হাত পড়তেই তীব্র বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের]
The post গ্রাম দখলের লড়াইয়ে চলল গুলি-বোমা, সাঁইথিয়ায় মৃত যুবক appeared first on Sangbad Pratidin.
