সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ছাত্রীদের কটূক্তি করার প্রতিবাদ করায় বহিরাগতদের হাতে আক্রান্ত হলেন কলেজের তৃণমূল ছাত্র সংসদের সদস্যরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সরিষা শিশুরাম দাস কলেজ। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন চারজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
[আরও পড়ুন: ‘বেছে বেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ’, প্রশাসনিক বৈঠকে পুলিশকে তোপ মমতার]
জানা গিয়েছে, মঙ্গলবার শিশুরাম দাস কলেজের কয়েকজন প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদেরকে কটূক্তি করে। এরপর ওই ছাত্রীরা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের গোটা বিষয়টি জানায়। এরপর তাঁরা প্রথম বর্ষের অভিযুক্ত ছাত্রদেরকে সতর্ক করে দেয়। সেদিনের মতো সমস্যা মিটে যায়। কিন্তু বুধবার সকালে কলেজ খুলতেই প্রথম বর্ষের ছাত্ররা বহিরাগতদের নিয়ে কলেজের মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বেধড়ক মারধর করে তারা। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ চত্বর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
সূত্রের খবর, এদিনের সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৪ ছাত্র। আহতদের নাম শাকিল আহমেদ, জাকারিয়া শেখ, রাকেশ খান, হবিবুর শেখ। তাঁরা সকলেই দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আহতরা। অভিযোগ, তাঁদেরকে লাঠি, বাঁশ, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। পড়ুয়াদের দাবি, অবিলম্বে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
[আরও পড়ুন: সন্তান চুরির আশঙ্কা, চোর ধরতে ব্রহ্মপুত্র মেল থেকে ঝাঁপ মহিলার]
দেখুন ভিডিও:
The post ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ, অভিযুক্তদের হাতে আক্রান্ত TMCP-র ৪ সদস্য appeared first on Sangbad Pratidin.
