shono
Advertisement

জেলার সব স্কুলে ভিজিটর্স বুক রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের

কেন এমন নির্দেশিকা? The post জেলার সব স্কুলে ভিজিটর্স বুক রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Oct 08, 2018Updated: 07:15 PM Oct 08, 2018

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: এবার থেকে প্রতিটি বিদ্যালয়ে পরিদর্শন খাতা বা ভিজিট বুক রাখা বাধ্যতামূলক করল রাজ্য শিক্ষা দপ্তর৷শিক্ষা কমিশনারের নির্দেশ পেয়ে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক প্রতিটি অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কুলগুলিতে ভিজিট বুক রাখা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন বলে খবর৷ ধাপে ধাপে তা গোটা রাজ্যজুড়ে কার্যকর হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর৷

Advertisement

[তর্পণ করতে গিয়ে মৃত ২, গঙ্গায় তলিয়ে গেলেন অধ্যাপক-ব্যবসায়ী]

দক্ষিণবঙ্গের বহু স্কুল পরিদর্শনে গিয়ে অবাকই হয়ে গিয়েছিলেন রাজ্য সরকারের পরিকল্পনা, পরিসংখ্যান দপ্তরের উপদেষ্টা জয়া দাশগুপ্ত৷ কিছুদিন আগে তিনি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার বেশ কিছু স্কুল পরিদর্শন করেছিলেন৷ তিনি দেখেছিলেন অধিকাংশ স্কুলে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতেও কোনও পরিদর্শন খাতা নেই৷ তাঁর কাছ থেকে বিশদ জেনে চার সেপ্টেম্বর রাজ্যের শিক্ষা কমিশনার সৌমিত্র মোহন সমস্ত বিদ্যালয়ে পরিদর্শন খাতা রাখার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদের একটি নির্দেশিকা জারি করেছেন৷

[প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আগ্রহী ইসলামপুর কাণ্ডে নিহতদের পরিবার]

শিক্ষা কমিশনারের নির্দেশ পেয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রতিটি অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কুলগুলিতে ভিজিট বুক রাখা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন৷ ঘাটালের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে ও চন্দ্রকোণা এক নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ বলেন, “স্কুলগুলিতে পরিদর্শন খাতা বা ভিজিট বুক রাখা বরাবরেরই নিয়ম৷ বহু স্কুলে যেমন পরিদর্শন খাতা রয়েছে, তেমনিই বহু স্কুলে নেই৷ এবার থেকে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে পরিদর্শন খাতা রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ আমরা স্কুলগুলিকে জানিয়ে দিয়েছি৷”

[সরাইঘাট এক্সপ্রেস থেকে উদ্ধার বিরল প্রজাতির বানর]

কেন এমন নির্দেশিকা? জেলা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভিজিট বুক রাখা বরাবরই নিয়ম৷ যে কোনও স্তরের পরিদর্শক বিদ্যালয়ে গিয়ে যা যা ভালো মন্দ লক্ষ্য করেন তা পরিদর্শন শেষে ভিজিট বুকে লিখে দিয়ে আসাটাই দস্তুর৷ বিদ্যালয় পরিদর্শনকালে কী কী ত্রুটি ধরা পড়ল বা আরও ভাল করার জন্য কোনও প্রস্তাব রয়েছে কিনা তা ভিজিট বুকে লিখে দিয়ে আসেন পরিদর্শকরা৷ তা দেখে স্কুল কর্তৃপক্ষ কাজ করতে পারবেন৷ কিন্তু ভিজিট বুকই যদি না থাকে? এখন তো আবার পঠনপাঠন ছাড়াও মিড-ডে মিলের মতো হাজার কাজের ফিরিস্তি এসে গিয়েছে স্কুলে৷ তা দেখার জন্য রাজ্য সরকার দপ্তরের সচিব থেকে শুরু করে অবর বিদ্যালয় পরিদর্শকদের পর্যন্ত নিয়ম করে স্কুল পরিদর্শনের নির্দেশিকা জারি করেছে৷ স্কুলে যেতেও শুরু করে দিয়েছেন পরিদর্শকরা৷

The post জেলার সব স্কুলে ভিজিটর্স বুক রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement