shono
Advertisement

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের

ভিনরাজ্য থেকে বাহিনী আনার বিষয়ে উদ্যোগী রাজ্য সরকার। The post পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Apr 27, 2018Updated: 06:03 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দফার পরিবর্তে এক দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ একদিন রাজ্যের ২০টি জেলার ৪৩ হাজার ৬৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ভোটার৷ ফলে, স্বাভাবিকভাবেই বড় হয়ে দাঁড়িয়েছিল নিরাপত্তা ইস্যু৷ এবার বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার৷ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে সর্বদলও ডাকা হয়েছে বলে খবর৷

Advertisement

[ভোটকর্মীদের নিরাপত্তায় কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য? রিপোর্ট তলব হাই কোর্টের]

জানা গিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কোথায় কোথায় কেন বাহিনী পাঠাতে হবে, কোন বুথে কত জন করে নিরাপত্তা রক্ষী মোতায়েন হবে, তা এদিন বিস্তারিত আলোচনা হবে৷ পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আগামিকাল দুপুর ১টায় রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংয়ের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৃথকভাবে বৈঠক করবেন। এদিনের বৈঠকে সব রাজনৈতিক দল থেকে দু’জন করে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷

নবান্ন সূত্রে খবর, আগামী ১৪ মে সুষ্ঠুভাবে ভোট করাতে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে রেখেছে রাজ্য সরকার৷ ২ লক্ষ ৯২ হাজার ভোট কর্মীর নিরাপত্তা ও ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ভোটারের নিরাপত্তায় প্রয়োজনে ভিন রাজ্য থেকে থেকে পুলিশ আনানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বেশ কয়েকটি প্রতিবেশী রাজ্য তাদের বাহিনী পাঠাবে বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে৷

[দুই ছেলেকে অপহরণ করেছে আরাবুল, পুলিশ সুপারের দ্বারস্থ ভাঙড়ের নির্দল প্রার্থী]

এছাড়াও রাজ্যের হাতে ৪৬ হাজার সশস্ত্র পুলিশ ও কলকাতা পুলিশকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যের ৩০ শতাংশ কারারক্ষীকেও নির্বাচনে ব্যবহার করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে৷ ফলে, পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠিক যা যা দরকার হয়, তাই করতে চাইছে রাজ্য সরকার৷ কারণ, ভোটের দিনে অশান্তি-গন্ডগোল হোক তা কোনওভাবেই চাইছে না নবান্ন৷ তবে, ভোট করানো নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখতেই এবার সর্বদল বৈঠক ডাকা হয়েছে৷

The post পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement