shono
Advertisement

West Bengal Panchayat Polls: ভোটের সমীকরণ ওলটপালট করতে জঙ্গলমহলে এক্স-ফ্যাক্টর কুড়মিরাই, হাওয়া কোন দিকে?

লাল-সবুজ-গেরুয়ার সঙ্গে এই প্রথম রাজনৈতিক ময়দানে হলুদ আবিরও!
Posted: 09:17 PM Jul 10, 2023Updated: 10:55 PM Jul 10, 2023

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: এই প্রথম জঙ্গলমহল পুরুলিয়ায় ভোটের (Panchayat Vote 2023) ফলাফলে কুড়মিদের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। তাই লাল, সবুজ, গেরুয়া আবিরের সঙ্গে এই প্রথম রাজনৈতিক ময়দানে উড়বে হলুদ আবির! এমনই দাবি আদিবাসী কুড়মি সমাজের। এই সংগঠনের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন,”হলুদ আবির মজুত করে রেখেছে কি না এতো বড় কথা এখনই বলব না। তবে এই প্রথম রাজনৈতিক ময়দানে হলুদ আবির যে উড়বেই তা বলতে পারি।”

Advertisement

জঙ্গলমহল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর মিলিয়ে পঞ্চায়েতের তিনটি স্তরে পাঁচশোর বেশি আসনে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুড়মি সমর্থিত নির্দল রয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। মেদিনীপুরে কুড়মিরা সেভাবে ফ্যাক্টর না হলেও পুরুলিয়ায় একাধিক গ্রাম পঞ্চায়েতও কুড়মিরা এককভাবে দখল করে নিতে পারে। এমনই ভোট হয়েছে বনমহলের জেলা পুরুলিয়ায়। পঞ্চায়েত সমিতি ছাড়াও এই জেলার জেলা পরিষদের বেশ কয়েকটি আসনেও তারা রীতিমতো লড়াই দিয়েছেন। এই বক্তব্য শুধু কুড়মি সংগঠনগুলোর নয়। জেলার রাজনৈতিক মহল-ই বলছে এমন কথা। ফলে পুরুলিয়ায় দু’নম্বর ব্লকের জেলা পরিষদের একটি আসন কুড়মি সমর্থিত নির্দল জিতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

[আরও পড়ুন: ভোট হিংসা নিয়ে ‘লজ্জিত’, ‘পরিবর্তন’ চেয়ে পথে নামতে চান শুভাপ্রসন্ন]

 

একইভাবে ঝাড়গ্রামেও গ্রাম পঞ্চায়েত স্তরে একাধিক কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়ের মুখ দেখবেন বলে জানিয়ে দিয়েছে কুড়মি সংগঠনগুলি। এর ফলে দুই জেলাতেই ধাক্কা খাবে শাসকদল তৃণমূল ও গেরুয়া শিবির। কারণ যে সকল আসনগুলিতে জঙ্গলমহলের এই দুই জেলায় কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা জয়ের আশা করছেন সেগুলিতে অতীতে শাসকদল তৃণমূল জয়লাভ করেছে। ২০১৮ তে তার মধ্যে গেরুয়া শিবির কয়েকটি আসন পায়।

পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের গরুড়, সুপুরডি, মানবাজার দু’নম্বর ব্লকের বারি, বোরো-জারাগোড়া, মানবাজার এক নম্বর ব্লকের ভালুবাসা, পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডুড়কু, ভান্ডারপুয়াড়া, আড়শার পুয়াড়া, মানকিয়ারি হেটগুগুই, ঝালদা ১ নম্বর ব্লকের নোয়াহাতু, পুরুলিয়া ২ নম্বর ব্লকের বেলমা আগয়া নড়রা এই গ্রাম পঞ্চায়েতগুলিতে কুড়মিরা এককভাবে পঞ্চায়েত দখল করতে পারে এমন ইঙ্গিত দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া এক নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েত তাদের ফল ভাল হবে বলে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে। বরাবাজার ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে কুড়মিরা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: ‘নো ভোট টু বিজেপি’ ডাক দেওয়া থেকে চা বলয়ে আন্দোলনের নেতা, ভূমিপুত্ররাই TMC-র নতুন প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার