নিরুফা খাতুন: বৈশাখেই হাঁসফাঁস দশা। সাতসকালে রাস্তায় বেরতে না বেরতেই গলদঘর্ম দশা হচ্ছে আমজনতার। এরই মাঝে তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার পর্যন্ত বাংলায় জারি থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। তিনজেলায় তাপপ্রভাবের সম্ভাবনা। তবে রবিবার থেক আবহাওয়া বদলাবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির।
বর্তমানে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে। চরম অস্বস্তি জারি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের সম্ভাবনা মালদহেও। শনিবার সন্ধ্য়া থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। উত্তর বাংলাদেশ- উত্তরপূর্ব অসমে ঘূর্ণাবর্ত ও উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এরপ্রভাবে সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া।
উত্তরবঙ্গে মালদহেও তাপপ্রবাহের পরিস্থিতি। দুই দিনাজপুরের কিছু অংশে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের দিকের কয়েকটি জেলায়। মালদহ জেলায় তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরেও। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবার এর মধ্যে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
