সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নচাপ যে শীতের তাল কাটতে চলেছে, সে পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দপ্তরের ভবিষ্যদ্বাণীকে সত্যি করে হলও তাই। ভরা পৌষেও কার্যত উধাও শীত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার রাত থেকে চলছে বৃষ্টিও। রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীত আদৌ বড়দিনে পড়বে কিনা, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে যথেষ্ট।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করছে। এছাড়া নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিয়েছে। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
শনিবার সকাল থেকে কলকাতা-সহ বঙ্গের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশার দাপটও ছিল। বেলা বাড়লেও রোদের দেখা পাওয়া যাবে না। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার আবার কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস। এই দুই জায়গায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে, নিম্নচাপের কাঁটায় ধাক্কা খেয়েছে শীত। কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল অনেকটা। শনিবার থেকে দিনের তাপমাত্রাও কমতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩-৯৫ শতাংশ। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে বড়দিনে আদৌ জাঁকিয়ে শীত পড়বে কিনা, তা নিয়ে এখনও আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস।