নব্যেন্দু হাজরা: ওড়িশা (Odissa) উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ আরও গভীর হয়ে স্থলভাগে প্রবেশ করেছে। সোমবার সকালেই চাঁদাবালির কাছে তা আছড়ে পড়েছে। এর প্রভাবে সপ্তাহের শুরুতেই বঙ্গে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতোই সোমবার সকাল থেকে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোম ও মঙ্গলবার দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উপকূলবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধ।
সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। আর্দ্রতা এতটা বেশি থাকায় বৃষ্টি হলেও জারি অস্বস্তি। রবিবার পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।
[আরও পড়ুন: ‘লক্ষ্য এবার দেশের মাটি’, দিলীপ ঘোষের সমালোচনার জবাবে ছড়া কাটলেন মদন মিত্র]
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ (Depression) ওড়িশার স্থলভাগে প্রবেশ করার পর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এরপর তার অভিমুখ হবে উত্তর ছত্রিশগড়ের দিকে। আগামী ৪৮ ঘণ্টায় তা মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান ও গুজরাট এলাকায়। এই জোড়া নিম্নচাপের প্রভাবে পূর্বভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহজুড়ে। তবে সপ্তাহের শুরুতেই ঝড়বৃষ্টির দাপটের মুখে পড়তে চলেছেন বঙ্গবাসী। দিঘা (Digha) উপকূলে ইতিমধ্যেই সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়েছে বলে খবর। সমুদ্র উপকূলে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। ঝোড়ো হাওয়া (Storm) ও বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) চলছে দফায় দফায়। দু,এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বিকেলের পর থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায়। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
[আরও পড়ুন: TMC in Tripura: ‘ত্রিপুরায় খেলতে যেতে চাই, পারলে আটকাও’, BJP-কে চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুব্রত]
মঙ্গলবারও আবহাওয়া মোটের উপর একইরকম থাকতে পারে। আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমবে। তবে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয়বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।