নিরুফা খাতুন: জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। রবিবার মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। আজ শহরের সর্বনিম্ন তাপামাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত শীত ঝোড়ো ব্যাটিং চালাবে। কলকাতার সঙ্গে রাজ্যের বাকি জেলাগুলোতেও শীতের দাপট বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিন জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ৫.৯ ডিগ্রি। বাঁকুড়ায় ৯.৫ ডিগ্রি। সেই হিসাবে এই দুই জেলায় এই মরশুমের শীতলতম দিন। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যজুড়ে সোম-মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
ছবি: সুমিত বিশ্বাস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, জাঁকিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গেও। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। রাজ্যের উত্তরাংশেও সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও পারদ স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সাগরে অবশ্য নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল। এদিকে, চরম শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হয়েছে পাঞ্জাবে। কিছু এলাকায় গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে। শৈত্যপ্রবাহের সর্তকতা জারি মধ্যপ্রদেশেও।