shono
Advertisement
Odisha

যাত্রাপালা অনুষ্ঠানের আগে বড়সড় দুর্ঘটনা কটকে, লোহার গেট ভেঙে আহত তিরিশের বেশি

Published By: Subhankar PatraPosted: 01:16 PM Dec 15, 2024Updated: 01:54 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রাপালার অনুষ্ঠানে লোহার গেট ভেঙে পড়ে তিরিশেরও বেশি আহত। আহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুও। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে সালেপুর এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জনপ্রিয় যাত্রাপালা দেখতে ভিড় জমান স্থানীয়রা। আশপাশের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিল সেখানে। মহিলারা বাচ্চাদেরও নিয়ে এসেছিলেন। একটি লোহার গেট পার করে মঞ্চের কাছে যেতে হচ্ছিল দর্শকদের। আচমকা সেই লোহার পরিকাঠামোটি ভেঙে পড়ে। তলায় চাপা পড়েন প্রায় ৩০ জন। হুলস্থূল পড়ে অনুষ্ঠান স্থলে। এদিক-ওদিক ছুটতে শুরু করেন দর্শকরা। প্রায় ঘণ্টাখানেক সেখানেই আটকে থাকেন আহতরা। ঘটনার ধাক্কা সামলে উদ্ধার কাজে নামেন উপস্থিত জনতা ও আয়োজক দলের সদস্যরা।

খবর যায় থানায়। স্থানীয়দের সাহায্যে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। জানা যাচ্ছে, আহতের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একটি সূত্রের খবর, ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

কী করে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট জানা যায়নি। তাঁবু তৈরিতে কারও গাফিলতি ছিল কি না উঠছে সেই প্রশ্নও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য অনুষ্ঠানের ম্যানেজারকে আটক করেছে সালেপুর থানার পুলিশ। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাত্রাপালার অনুষ্ঠানে লোহার গেট ভেঙে পড়ে আহত ৩০ জন।
  • আহতের মধ্যে রয়েছে মহিলা ও শিশুও।
  • বেশ কয়েকজন গুরুতর আহত বলে খবর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকে।
Advertisement