shono
Advertisement
West Bengal Weather Update

বিদায়বেলায় শীতের উপহার! দার্জিলিংয়ে তুষারপাতের আভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?

কলকাতায় ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে, উত্তরের পার্বত্য এলাকায় ৩ থেকে পাঁচের মধ্যে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের।
Published By: Sucheta SenguptaPosted: 10:41 AM Jan 27, 2026Updated: 12:09 PM Jan 27, 2026

মধ্য মাঘেই প্রায় ইনিংস গুটিয়ে ফেলেছে শীত। তবে বিদায়বেলায় বুঝি উপহার রয়েছে তার ঝুলিতে! দার্জিলিংয়ে সপ্তাহান্তে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা। তার জেরে উত্তরের পার্বত্য অঞ্চলে শীতের আমেজ আরও খানিকটা টের পাওয়া যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত এমনই। বলা হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে অতিক্রম করার সময় সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও সিকিমে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেলা বাড়লে শীত উধাও। সকালে হালকা কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের অনুভূতি উধাও। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাতদিন তাপমাত্রার এমন ওঠানামা চলবে। আবহবিদরা জানিয়েছেন, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে মধ্যমানের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা ৩০ জানুয়ারি, শুক্রবার। এছাড়া দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বৃহস্পতিবারের পর কুয়াশার সম্ভাবনা কমে যাবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৯ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলেছে, দার্জিলিংয়ে সপ্তাহের শেষদিকে হালকা তুষারপাত, সঙ্গে বৃষ্টি হতে পারে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচদিন। একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement