shono
Advertisement
Weather Update

বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, বাড়বে নদীর জলস্তর! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস।
Published By: Sucheta SenguptaPosted: 09:53 AM May 27, 2025Updated: 09:59 AM May 27, 2025

নিরুফা খাতুন: ধেয়ে আসছে গভীর দুর্যোগ! রাজ্যজুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দিনভর মেঘলা আকাশ। বুধবার থেকে সেই দুর্যোগ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি বাড়বে। আর তার জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, বাড়বে নদীর জলস্তর। শুধু তাই নয়, শহর এলাকায় জল জমা এবং নিম্ন অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা। আগাম এমন সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বর্ষা এল বলে! অনুকূল পরিস্থিতিতে বাংলার দিকে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তা আরও কিছুটা এগিয়ে উত্তরপূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম, মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আওতায়। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা মুম্বই, পুনে, সোলাপুর, কালবুরগি, মেহবুবনগর ও কাবালীর উপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত। আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে।

আবহবিদদের অনুমান, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার সমুদ্র তীরবর্তী এলাকায় সমস্তরকম বিনোদনমূলক কাজকর্ম থেকে বিরত থাকতে পরামর্শ আবহাওয়া দপ্তরের।
আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি ও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে সর্বোচ্চ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। তবে সপ্তাহান্তে সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদরা।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ২৮ মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক বর্ষার বৃষ্টিতেই ভাসতে চলেছে রাজ্য!
  • পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা, উত্তাল সমুদ্র, নদীর জলস্তর বাড়বে।
Advertisement