shono
Advertisement
Weather Update

শুষ্ক হাওয়ায় লু সতর্কতা দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আশার কথা একটাই, নির্ধারিত সময়ের কিছু আগে দেশে বর্ষা শুরু হতে পারে।
Published By: Sucheta SenguptaPosted: 10:29 AM May 12, 2025Updated: 10:57 AM May 12, 2025

নিরুফা খাতুন: সপ্তাহ শুরুতেই উদ্বেগের খবর শোনাল হাওয়া অফিস। ভরা বৈশাখে একেবারে শুষ্ক আবহাওয়া বঙ্গে। হু হু করে ঢুকছে গরম হাওয়া। যার জেরে লু প্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস বলছে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমন দহনজ্বালা জারি থাকবে। অস্বস্তি টের পাবেন বঙ্গবাসী। উত্তরবঙ্গের জন্য অবশ্য উলটো পূর্বাভাসই শোনা যাচ্ছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। তবে আগাম বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন আবহবিদরা। নির্ধারিত সময়ের কিছু আগে, চলতি মাসের শেষদিকে দেশে বর্ষা শুরু হতে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। পশ্চিমের শুষ্ক গরম হাওয়ার কারণে তাপপ্রবাহ চলবে। উত্তর-পূর্ব অসমে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। এছাড়া বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা উত্তরবঙ্গ অসম এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। আরও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা মারাঠাওয়াড় থেকে গাল্ফ অফ ম্যানার পর্যন্ত বিস্তৃত। এটি তামিলনাড়ু ও কর্ণাটক উপর দিয়ে গিয়েছে। এসবের প্রভাবে আপাতত বঙ্গে তীব্র গরম, লু পরিস্থিতি।

আবহবিদরা জানিয়েছেন, সোমবার তাপপ্রবাহ থাকবে চার জেলা - বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে।

মঙ্গলবার এই চার জেলা ছাড়াও তাপপ্রবাহ চলবে পুরুলিয়া ও বীরভূমে। বুধবার ও বৃহস্পতিবারও থাকবে একই পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার পর্যন্ত একইরকম গরম এবং অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের ৫ থেকে ৬টি জেলায় দুপুরে লু বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮২ শতাংশ। এই জলীয় বাষ্পের পরিমাণ কমে শুকনো গরমের সম্ভাবনা। তাই বাসিন্দাদের ওই সময়ে বাইরে না বেরনোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বিকেলের দিকে কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়ার পূর্বাভাস অন্য। সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পার্বত্য জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত এমনই চলবে। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। তবে মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম ও অস্বস্তি থাকবে।

তবে আগাম বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। এর আগে ভারতের মৌসম ভবন জানিয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ই মে। ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিক দিনের থেকে ৯ দিন আগে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্যদিকে, ভারতের মূল ভূখণ্ডেও পাঁচদিন আগে ঘুরতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে সাধারণত ২২ মে। গত বছর তিনদিন আগে উনিশে মে অন সেট হয়েছিল। এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ অব্যাহত, পশ্চিমে লু বইতে পারে।
  • সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের।
  • উত্তরবঙ্গে অবশ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Advertisement