shono
Advertisement

Weather Update: রাজ্যজুড়ে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি, সপ্তাহান্তে বদলাতে পারে হাওয়া, কমবে তাপমাত্রা?

আজ বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়।
Posted: 11:31 AM Sep 13, 2023Updated: 02:34 PM Sep 13, 2023

নিরুফা খাতুন: বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হল, আরও অতিরিক্ত একদিন ভারী বৃষ্টি চলবে রাজ্যে। সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টির পরিমাণ।

Advertisement

এদিন আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানায়, আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। তারই পরোক্ষ প্রভাব পড়বে বাংলা। এর জেরেই দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেন’-এর সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলাতে কার্যত রেইনি ডে পরিস্থিতি। আজ এবং আগামিকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির স্পেল চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

[আরও পড়ুন: ফেডারেশনের শোকজের উত্তর দিলেন স্টিমাচ, এশিয়াডে ফুটবলার পাওয়া নিয়ে চিন্তায় কোচ]

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ভিজতে পারে ভারী বৃষ্টিতে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলী-সহ বেশ কয়েকটি জেলায় মাঝারি মানের বৃষ্টি হবে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ চলবে বৃষ্টি। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।  সপ্তাহান্তে শনি ও রবিবার হাওয়া বদল হতে পারে। শুক্রবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। বৃহস্পতি অথবা শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। 

তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমলেই বাড়বে তাপমাত্রা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

[আরও পড়ুন: দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা! মমতাকে দ্বীপরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার