দিন কয়েক পর সামান্য কমল তাপমাত্রা। শুক্রবার সকালে তিলোত্তমার তাপমাত্রা পারদ ১২ ডিগ্রির ঘরে। সকলেরই প্রশ্ন, এবার কি ফের জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? শীতপ্রেমীদের সুখবর দিতে পারল না হাওয়া অফিস। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই কার্যত শীতের আমেজ শেষ হবে। সোমবার থেকে বুধবারের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি। তবে আগামিকাল অর্থাৎ শনিবার পর্যন্ত জারি থাকবে উত্তুরে হাওয়ার দাপট।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার সকাল থেকেই কলকাতা ও জেলা সর্বত্রই কুয়াশার দাপট ছিল। কলকাতার তাপমাত্রা সামান্য নিম্নমুখী হয়েছে। পশ্চিমের জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৭ থেকে ১০ ডিগ্রির আশেপাশে। শনিবার পর্যন্ত উত্তর-পশ্চিম শীতল হাওয়া ঢুকবে, ফলে শীতের শিরশিরানী অনুভূত হবে। রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। সোমবার এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ফলে কলকাতায় উধাও হবে শীতের আমেজ। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রিতে। জেলাগুলোও উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমের জেলার তাপমাত্রা বেড়ে পৌঁছতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রিতে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গে জারি থাকবে কুয়াশার দাপট। তাপমাত্রা আপাতত পাঁচদিনে বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে ৪ থেকে ৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে পারদ। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির মধ্যে। প্রসঙ্গত, ঘন কুয়াশার সতর্কতা দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে।
