shono
Advertisement
West Bengal Weather Update

আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি! উত্তরে বাড়তে পারে দুর্ভোগ

কী বলছে আবহাওয়া দপ্তর? কখন নামবে বৃষ্টি?
Published By: Subhankar PatraPosted: 09:59 AM Jul 11, 2024Updated: 12:37 PM Jul 11, 2024

নিরুফা খাতুন: লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগে উত্তরবঙ্গবাসী। দক্ষিণে সেইভাবে বৃষ্টির দেখা নেই। বর্ষার খামখেয়ালিপনায় ভুগছে পশ্চিমবাংলা। তবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামী সপ্তাহের সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে  কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে কাঁথি হয়ে বঙ্গোপসাগর পযর্ন্ত ছড়িয়ে পড়েছে। তার জেরেই বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়াগায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে মামলা নিয়ে পোস্ট করে মুছে দিল রাজভবন, তুঙ্গে বিতর্ক]

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে (Nadia) বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে (Murshidabad)। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipure Weather Office)। এদিন কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই খবর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে সাধারণকে।

অপরদিকে উত্তরবঙ্গের (North Bengal) উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার প্রবল বর্ষণের সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে।

[আরও পড়ুন: তিস্তায় তলিয়ে যাবে না তো ১০ নম্বর জাতীয় সড়ক? লাগাতার ধস-ফাটলে বাড়ছে শঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগের মুখে উত্তরবঙ্গবাসী। এদিকে সেইভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণে।
  • বর্ষার খামখেয়ালিপনায় ভুগছে পশ্চিমবাংলা। তবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর।
  • তবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর।
Advertisement