shono
Advertisement

Breaking News

Narendra Modi

একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, সিঙ্গুরের অনুষ্ঠানের আগে কী বার্তা দিলেন মোদি?

বাংলায় দু'দিনের সফরে এদিন সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সিঙ্গুরের জমি বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম স্থান। বঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই সিঙ্গুরের মাটিতেই মোদির কর্মসূচি। রাজনৈতিক দিক থেকে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Published By: Suhrid DasPosted: 11:27 AM Jan 18, 2026Updated: 11:27 AM Jan 18, 2026

বাংলায় দু'দিনের সফরে এদিন সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সিঙ্গুরের জমি বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম স্থান। বঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই সিঙ্গুরের মাটিতেই মোদির কর্মসূচি। রাজনৈতিক দিক থেকে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের কর্মসূচির আগেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয়, ওই বার্তা বাংলাতেই দেওয়া হয়েছে।

Advertisement

এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, "আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এর মধ্যে রয়েছে বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মধ্যে রয়েছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট (IWT) টার্মিনাল ও রোড ওভারব্রিজ। কলকাতায় ইলেকট্রিক ক্যাটামারান চালু করা। জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেললাইনের উদ্বোধন করা। অমৃত ভারত ট্রেন-সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করা।"

গতকাল প্রধানমন্ত্রী মালদহে ছিলেন। ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। শনিবার দুপুরে প্রথমে তিনি নিজে ট্রেন সফর করেন, সঙ্গী ছিল কচিকাঁচারা। এরপর মালদহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈশা খান চৌধুরী। মোদি বলেন, ”আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হল দেশে। আপনাদের যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হল। আমি মালদহ স্টেশনে ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম। তাঁরা ট্রেনে বসেই দারুণ আরাম উপভোগ করছেন বলে আমাকে জানিয়েছেন। এই ট্রেন মেড ইন ইন্ডিয়া, এতে মিশে রয়েছে প্রতি ভারতীয়ের শ্রমের ঘাম। দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ। আরও চারটি অমৃত ভারত ট্রেন ছাড়বে বাংলা থেকে।”

আজ, রবিবার সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৩০ কোটিরও বেশি ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ফ্ল্যাগ-অফ করবেন। বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস হবে। এই প্রকল্পের মধ্যে আছে একটি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল, একটি রোড ওভার ব্রিজ। এছাড়াও কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানও উদ্বোধন হবে। সিঙ্গুরের কর্মসূচি নিয়ে সাজো সাজো রব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement